1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেজর সিনহা হত্যাকান্ড, পুলিশি রাস্ট্র ও রাষ্ট্রের দায় : ইমরান আনসারী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রাম মহানগরে কর্মী সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপ্তি ! ফ্যাসীবাদী হাসিনা সরকারের আমলে দেশে কোন নির্বাচন হয়নি- মাগুরায় রুকন সম্মেলনে রফিকুল ইসলাম খান বাংলাভাষা ভারতে ধ্রুপদী স্বীকৃত,  বাংলাদেশেও স্বীকৃতি চাই পাহাড়ে সাম্প্রতিক অস্থিরতা বন্ধে ভেদাভেদ ভুলে শান্তির পক্ষে কাজ করার আহ্বান নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ মানিকছড়িতে যুবকের ছুরিকাঘাতে একই পরিবারের ৫জনসহ গুরুতর আহত ৬ শিক্ষকদের সন্মান জানালো মীরসরাইয়ে ফারুকীয়া মদীনাতুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীরা ঠাকুরগাঁও – ২ আসনের ৭বারের সাবেক এমপি দবিরুল ইসলাম গ্রেফতার । প্রত্যাশিত ফলাফল অর্জনকারীদের বৃক্ষ উপহার দিলো জিনিয়াস আইডিয়াল স্কুল

মেজর সিনহা হত্যাকান্ড, পুলিশি রাস্ট্র ও রাষ্ট্রের দায় : ইমরান আনসারী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৫১০ বার

ইমরান আনসারী ঃ মেজর সিনহা হত্যাকান্ডটি নিছক দুর্ঘটনা হিসেবে মেনে নিতে কষ্ট হচ্ছে। এটি পরিকল্পিত হত্যাকান্ড বলেই অনুমিত হচ্ছে। এখানে রাষ্ট্রের দায়- এ প্রশ্নটি তোলা অমূলক। কারণ বিগত ১২ টি বছরে বিএনপি জামাতের হাজারো নেতাকর্মীকে পরিকল্পিতভাবে হত্যার উৎসবে মেতে উঠেছিল পুলিশ ও সেনাবাহিনীর কিছু সদস্য। যত হত্যা, যত গুম, তত প্রমোশন। রাষ্ট্র এসব হত্যার কোনো দায় নেয়নি। বিষয়টি এখন ‘ওল্ড এন্ড নর্মালে’ পরিণত হয়েছে। কারণ বিভিন্ন মানবাধিকার সংগঠনের হিসেবে মতে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত এনকাউন্টার , ক্রসফায়ার আর বন্দুক যুদ্ধের নামে নিহত হয়েছেন দুই হাজারেরও বেশি মানুষ। ২০২০ সালের জুনমাস নাগাদ এ সংখ্যা এসে দাঁড়িয়েছে ৪৪০২ জনে। পুলিশ আজ আদালতকে রাস্তায় নিয়ে গেছেন-এমন মন্তব্য রাষ্ট্রচিন্তক অধ্যাপক আলী রিয়াজের।
আমার অন্তত ১৮জন ঘণিষ্ঠ বন্ধু পুলিশের এখন বড় বড় কর্মকর্তা । ছাত্রজীবনে তারা প্রত্যেকেই ছিলেন যেমনি মেধাবি, তেমনি মানবিক মানুষ। প্রত্যেকেই যোগ্যতার বলেই চাকুরিতে ঢুঁকেছেন। কিন্তু এখন তাদের অনেকের সাথে ব্যক্তিগত আলাপচারিতায় সেই মানবতাবোধ খুঁজে পাই না।সরকারের সমালোচনা করি বলে অনেক কাছের বন্ধু এখন অনেক দূরের। আমি যেনো এক অন্যগ্রহের মানুষ। অনেকের প্রশ্ন এগুলো করে কি লাভ। পরিবারকে সময় দাও। এটি আমার বন্ধুদের দোষ না, এটি রাষ্ট্রীয় ব্যবস্থার ত্রুটি বলে আমি মনে করি।
যাহোক আসল কথায় আসি। রাষ্ট্রীয় ব্যবস্থায় স্বচ্ছতা , জবাবদিহীতার প্রশ্ন তোলা মানে হচ্ছে রাজাকার বনে যাওয়া। আজকে বিভিন্ন গুম , খুনে ডিজিএফআই-এর দিকে আঙ্গুল তোলা হয়। ক্যান্টনম্যান্ট থানা যেনো আজ টর্চার সেল। এটি সময়ের বিবর্তনে ক্যান্টনম্যান্ট এডপ্ট করে নিয়েছে। তবে সব ঘটনার সাথে ডিজিএফআই জড়িত এটি এখন মানতে নারাজ একদল সচেতন মানুষ। প্রতিবেশি রাষ্ট্রের বিশেষ বাহিনীর সদস্যরা এসব ঘটনার সাথে জড়িত বলে মনে করেন অনেকে । ফরহাদ মজহার, বিএনপি নেতা সালাউদ্দিন গুমকান্ড সেদিকেই ইঙ্গিত দিচ্ছে বলে অনেকে তাদের ইউটিউভ, ফেইসবুক পোস্টে দাবী দাবী করছেন।
আজ সময় তার জবাব দিচ্ছে। আজকে তাদের বাহিনীর একজন সদস্য নির্মমভাবে খুন হয়েছেন -তাতে খুব কষ্ট লেগেছে। কষ্টতো লাগারই কথা। এভাবেই বহু বিরোধী দলের নেতাকর্মীকে গুম, খুন করা হচ্ছে। তাদের পরিবারও কষ্ট পেয়েছেন , কষ্ট নিয়ে দিনাতিপাত করছেন। একটি বারের জন্যও কি আপনার বিবেক সাঁড়া দিয়েছে? পেশা হিসেবে নয় , মুসলিম হিসেবেও কি মনে হয়েছে কাজ গুলো অন্যায় হচ্ছে। এ হত্যাকান্ডের ঘটনাটি বাঁদ দিলাম। গেল চার মাস ধরে ভারতীয় সাংবাদিক সুভির ভৌমিক বিভিন্ন অনলাইন পোর্টালে লেখালেখির মাধ্যমে সেনাবাহিনীর অভ্যন্তরে খুনাখুনির আয়োজন করে চলেছেন, একটি বারের জন্যেও কি আইএসপিআর কিংবা রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য দেখিছি আমরা। উত্তর না । আমরা প্রশ্ন তুললেই এটি রাষ্ট্রের বিরুদ্ধে যঢ়যন্ত্র ।
ঘটনা যাই হয়েছে , এখানেই এটিকে থামাতে হবে। মেরিন ড্রাইভে দায়িত্বরত প্রত্যেকটি সদস্যকে প্রত্যাহার নয়, আটক করতে হবে । একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত প্রত্যেক সদস্যকে বিচারের আওতায় আনতে হবে। জর্জ ফ্লয়েড হত্যাকান্ডের পর অভিযুক্ত পুলিশ অফিসারকে প্রথমেই আটক করা হয়েছিল। তাঁরপর তাকে বিচারের আওতায় আনা হয়েছে। আর এটি করতে হবে বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থেই। আর পুলিশি রাষ্ট্র থেকে মুক্তির একমাত্র পথ জনগণের সরকার প্রতিষ্ঠা। কর্তৃত্ববাদী সরকারের অন্যতম হাতিয়ার পুলিশ। সুতরাং পুলিশের ব্যবহারিক পরিবর্তন আশা করা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। গণতান্ত্রিক ব্যবস্থায়ই একমাত্র নিশ্চয়তা দিতে পারে আধুনিক, মানবিক কল্যাণকামি পুলিশবাহিনী উপহার দিতে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম