টি এম তুহিন
মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ওপড় দিয়ে বয়ে যাওয়া প্রমত্তা আড়িয়াল খা ও পলরদী নদীর পাশের বিভিন্ন এলাকা নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। আকর্স্মিক ভাঙ্গনে দিশেহারা নদী পারের মানুষ জন। ঘর বাড়ি ভিটে মাটি সহায় সম্বল হারিয়ে অনেকেই এখন যাযাবর।
এলাকার এমন দুর্ভোগ স্ব চোখে দেখতে ও নদী ভাঙ্গন ঠেকাতে শনিবার বেলা ১২টার দিকে নদী বেষ্টিত এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা ড.আব্দুস সোবাহান গোলাপ।
ভাঙ্গন দেখে ও সাধারন মানুষের কস্ট দেখে আবেগ আপ্লুত হয়ে পরেন এম পি ।
নদী ভঙ্গন ও বন্যায় প্লাবিত ১৫টি এলাকা পরিদর্শন করে তাদের সরকারি অনুদানের আশ্বস দেন। এবং ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রক্ষা কাজের উদ্বোধন করেন।
সংক্ষিপ্ত এক বক্তৃতায় তিনি বলেন, মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে ছিল,আছে, থাকবে। আমাদের উপজেলার জন্য যে অনুদান বরাদ্ধ হয়েছে তা দিয়ে আসা রাখি আমাদের কালকিনি উপজেলার আপতকালীন সময় সবার উপকার হবে। এবং যারা ঘর হারিয়েছেন, দোকান হারিয়েছেন, যারা জমি হারিয়েছেন তাদের সকলকে সরকারি সহযোগীতা করা হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা,কালকিনি উপজেলার চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, কালকিনির সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদসহ কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যানসহ আওয়ামীলীগের নেতাকর্মীরা।