গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় গতকাল মঙ্গলবার বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠা শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণও দলীয় পতাকা উত্তোলন। দুপুরে সদ্য প্রয়াত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি মরহুম শফিউল বাবুর স্মরনে ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ আরোগ্য দীর্ঘায়ু কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর সিদ্দিক স্বপনের সভাপতিতে ও সাধারন সম্পাদক শাহজালাল সরকার খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মঈনুল হাসান সাদিক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাহ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম , জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুন্নবী টিটুল,বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা বিএনপির উপদেষ্টা আলমঙ্গীর সাদুল্যা দুদু,জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক হুনান হক্কানী জেলা যুবদলের সহ-সাধরন সম্পাদক খন্দকার আল আমিন, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম, সাধারন সম্পাদক তারেকুজ্জামান তারেক,সাইফুল ইসলাম শাওন, সুইট বকশি, চঞ্চল, রিপন জসীমসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।