হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা প্রেসক্লাবের উপদেষ্টা অপরাধ তথ্য চিত্রের সাংবাদিক মছিউজ্জামানের মাতা সাফিয়া খাতুন(৯০) ২১ আগষ্ট ভোরে ইন্তেকাল করেছেন। (ইন্না… রাজিউন) মরহুমার নামাজের জানাযা শুকবার বিকেলে বাছুর আলগা গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয় । জানাযা শেষে মরহুমার লাশ পারবারিক গুরুস্থানে দাফন করা হয় । মরহুমার মৃত্যুতে নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু গভীর শোক এবং মরহুমার আত্নার মাগফেরাত কামনাসহ শোক সন্ত্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।