মোঃসাইফুল্লাহ ঃ
সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত মাগুরার অসহায় রোগীদের মধ্যে এককালীন ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ১৪৪ জন অসহায় রুগীকে ৫০ হাজার টাকা করে সর্বমোট ৭২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে৷
৩০ আগস্ট রবিবার বেলা ১১ টার দিকে মাগুরা জেলা সমাজসেবার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা, সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল, মাগুরা সমাজসেবা অফিসের উপপরিচালক মোঃ আফজাল হোসাইন সহ আরো অনেকে।