মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ-
মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় দীঘিনালার ছোট মেরং ৪নং এলাকার মৃত. আঃ মালেকের মেয়ে জুলেখা আক্তার (২০) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছে।
রবিবার (২৩ আগষ্ট) বিকাল সাড়ে ৫টার দিকে দীঘিনালার মৃত্য আব্দুল মালেকের ছেলে জুতা ব্যবসায়ী ও জুলেখার প্রেমিক মো. জসিম উদ্দিন সবুজ’র (৩২) সাথে সারাদিন খাগড়াছড়ি জেলা সদরের বিভিন্ন স্থানে ঘুড়া-ঘুড়ি করে মোটরসাইকেল যোগে চট্টগ্রাম যাওয়ার পথে মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায় আসলে এ দুর্ঘটনা ঘটে।
মোটরসাইকেল চালক জসিম উদ্দিন সবুজ জানান, তার সাথে জুলেখার বন্ধুতের সম্পর্ক ছিল। সারাদিন খাগড়াছড়ি জেলা সদর ঘুরে বিকালে চট্টগ্রামে তাকে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলে মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায় আসলে পেছন থেকে ড্রামট্রাক ধাক্কা দিলেএ দুর্ঘটনা ঘটে।
মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে জুলেখা আক্তার নিহত হয়েছেন এবং মোটরসাইকেল চালক জসিম উদ্দিন থানা হেফাজতে রয়েছেন। ড্রামট্রাক ও মোটরসাইকেল আটক করা হয়েছে।