কে এম ইউসুফ [হাটহাজারী] চট্টগ্রাম :
যুবলীগ নেতা জয়নাল আবেদীন সোহানের ব্যবস্থাপনায় মুজিববর্ষ উপলক্ষ্যে বৃক্ষরোপন এবং বিতরণ কর্মসূচী পালিত হয়েছে। হাটহাজারী উপজেলার চিকনদন্ডি ইউনিয়ন ১নং ওয়ার্ড যুবলীগের এ কর্মসূচীতে হাটহাজারী উপজেলা যুবলীগ নেতা জিয়াবুদ্দিন জিয়ার সভাপতিত্বে অতিথি ছিলেন- ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক তসলিম হায়দার, চিকনদন্ডী আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক কাজী মোহাম্মদ আলমগীর। ছাত্রলীগ নেতা এসকান্দর মির্জা।
হাটহাজারী যুবলীগ নেতা জয়নাল আবেদীন সোহানের সার্বিক ব্যবস্থাপনায় ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ ফারুকের পরিচালনায় এতে আরো অংশ নেন- আওয়ামীলীগ নেতা হাজী হেলাল, মো. সেলিম উদ্দিন, রিয়াদ, কাজী রুবেল, হাসান মুরাদ, আলতাফ, নেজাম, বখতিয়ার রুবেল, জাহেদুল ইসলাম, রাহাত হোসেন, খালেদ জিকু।
মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক হাসান সায়েম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা সহ সভাপতি এস এম হাবিব, এতে আরও উপস্থিত ছিলেন জনি, রিমন, জাফর, উজ্জ্বল নন্দী, তাজউদ্দীন,ইমরান মিয়া ইমু, আবিদ, মোরশেদ ,মুন্না নাসিম, ইরফাত, মোরশেদ,শরিফ, টিকলু, মুক্তাদির,তুষার, শহিদ, ইশান সহ আরও অনেকে প্রমুখ।
অনুষ্ঠানে চিকনদন্ডীর বিভিন্ন ওয়ার্ডে জন্য প্রায় ২০০ শত বিভিন্ন ফলজ ও ঔষধি চারা বিতরণ করা হয়।অনুষ্ঠানে বক্তারা জননেত্রী শেখ হাসিনার ঘোষিত মুজিব বর্ষে প্রতিটি বাড়ি মহল্লায় একটি করে বৃক্ষ চারা রোপন করে জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা হতে দেশকে রক্ষার আহবান জানান।