নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর সোনাইমুড়ী থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) ফারুক হোসাইন (বিপিঃ ৮২০২০০৪৬০৪) এর বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়ানোসহ নানা অভিযোগ উঠেছে। এমনকি ক্রসফায়ারের মাধ্যমে প্রাণনাশের হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখানোর মতো নানা অভিযোগও রয়েছে বলে জানা গেছে।
গতকাল তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে প্রত্যাহার করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ দপ্তর আদেশ নং- ফোস ১৬-২০২০/৭৭৭। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেঞ্জ ডিআইজি অফিস চট্টগ্রামে তাকে সংযুক্ত বা প্রত্যাহার করা হয়েছে। রেঞ্জ দপ্তরে সংযুক্তকৃত বর্ণিত এসআই (নিরস্ত্র) ফারুক হোসাইনকে বার্তা প্রাপ্তির সাথে সাথে রিজার্ভ অফিস নোয়াখালীর উদ্দেশ্যে ছাড়পত্র প্রদান করতে অফিসার্স ইনচার্জ ওসি সোনাইমুড়ী থানাকে নির্দেশ দেন পুলিশ সুপার (এসপি) নোয়াখালী জেলা।
স্থানীয় সূত্রে জানা যায়, এ সংবাদে অসহায় ভুক্তভোগী পরিবারগুলো দুই রাকাত শুকরিয়া নামাজ আদায় করেন। মহান সৃষ্টিকর্তার দরবারে ন্যায় বিচারের স্বার্থে ভুক্তভোগীদের ইজ্জত ও জানমালের নিরাপত্তার জন্য নিঃস্বার্থভাবে এগিয়ে আসা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সাথে সকল কৃতকর্মের জন্য অভিযুক্ত ফারুকের শাস্তির দাবি জানিয়েছেন তারা।
উল্লেখ্য, এর আগে এসআই ফারুক হোসাইনের বিরুদ্ধে এক সাংবাদিককে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।