সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী,বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা’র ৭৪ তম জন্মদিন উপলক্ষে কোরানখানী ও আলোচনা সভা করেন সীতাকুণ্ড উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়ন পরিষদ।
সোমবার (২৮ আগষ্ট) সকাল সাড়ে দশটায় পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ হোসেন নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল আমিন সফি, রিজিয়া সুলতানা, সাবেক উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা কামরুন নাহার, ইউপি সদস্য মোহাম্মদ ইসহাক, এজাহারুল ইসলাম, আনোয়ার হোসেন, মোঃ আকবর হোসেন, আমজাদ সিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাওলানা মোঃ আবুল বশর, সাবেক ইউপি সদস্য সৈয়দ মূর্তজা,৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম, সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য হক সাহেব, মোঃ ইসলাম,
উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল বারেক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুমী চৌধুরী, ঝন্টু কুমার নাথ, মোঃ আলতাফ হোসেন, পরিবার পরিকল্পনা কর্মী জোবেদা বেগম, ইউপি সচিব নার্গিস আক্তার পারুল, আনসার দল নেত্রী রুমা আক্তার, ইউনিয়ন সমাজ কর্মী দীপালি রানী রায় সহ প্রমূখ।
এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন, দক্ষিণ রহমত নগর জামে মসজিদের প্রেস ইমাম মোঃ আজাদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর সঠিক দিকনির্দেশনায় দেশের উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং দেশের এ উন্নয়নের অগ্রগতি এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কেক কেটে জন্মদিন পালন করেন।