কে এম ইউসুফ
বঙ্গবন্ধু কন্যা, সফল রাষ্ট্রনায়ক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনার আলোকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তা পালন করেছে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগ।
কোরআন খতম শেষে নগরীর হযরত শাহ আমানত (রহঃ) মাজার প্রাঙ্গনে দোয়া মাহফিল ও মোনাজাত শেষে এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয় তানজিমুল মুসলিমিন এতিমখানায়।
এতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম প্রধান অতিথি ছিলেন।
সহ সভাপতি মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলার বিভিন্নস্থরের নেতৃবৃন্দ এবং হাটহাজারী উপজেলা যুবলীগের সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হুদা মনি ছাড়াও রাউজান, মিরসরাই, রাঙ্গুনীয়া, সিতাকুন্ড, ফটিকছড়ি সহ আওতাধীন উপজেলাসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।