শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:
বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র বার্ষিকী ওরশ শরীফের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।৭ সেপ্টেম্বর সোমবার রাতে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সর্তারকুল দায়রা শাখার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ মামুন মিয়া।সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার সমন্বয়কারী আনিস উল খান বাবর,প্রধান বক্তা ছিলেন মাইজভাণ্ডারী একাডেমীর সদস্য আলহাজ্ব মাওলানা বাহার উদ্দিন ওমর। বিশেষ ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার সমন্বয়কারী মাওলানা তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী, রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম,সহ সভাপতি সাংবাদিক নেজাম উদ্দিন রানা।উপস্থিত ছিলেন মোহাম্মদ নাছির উদ্দিন, আলাউদ্দিন,মোহাম্মদ বাবর,শাকিল।মিলাদ ক্বিয়াম পরিচালনা করেন মাওলানা কুতুব উদ্দিন মাইজভাণ্ডারী।পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন মাওলানা জামাল উদ্দিন।