1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গাবালীতে সরকারি খালে অবৈধভাবে বালু উত্তোলনে হুমকিতে ফসলি জমি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন

রাঙ্গাবালীতে সরকারি খালে অবৈধভাবে বালু উত্তোলনে হুমকিতে ফসলি জমি

মাহমুদুল হাসান,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২০৫ বার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সরকারি খাল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল।
উপজেলার মৌডুবী ইউনিয়নের ভূইয়াকান্দা গ্রামের চরবোগলা স্লুইসগেট সংলগ্ন সরকারি খাল থেকে গত কয়েকদিন যাবত বালু উত্তোলন করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়ছে ফসলি জমি, বসতবাড়ি ও স্লুইসগেট।
বালু উত্তোলন বন্ধে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, মৌডুবী ইউনিয়নের খাসমহল গ্রামের করিম প্যাদার ছেলে দুলাল প্যাদা ক্ষমতার প্রভাব খাটিয়ে খালটি থেকে গত কয়েকদিন যাবত সকাল থেকে সন্ধা পর্যন্ত বালু উত্তোলন করছে। এতে বেশি হুমকিতে রয়েছে ফসলি জমি। এর আগে কখনো এ খাল থেকে বালু উত্তোলন করা হয়নি। দুলাল ক্ষমতার দাপট দেখিয়ে একের পর এক ড্রেজার মেশিন দিয়ে বালু তুলছে।
স্থানীয়রা বারবার নিষেধ করা সত্ত্বেও বালু উত্তোলন বন্ধ না করে আরো তাদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ এলাকাবাসীর।
স্লুইসগেট সংলগ্ন সরকারি খাল পাড়ের জমির মালিক নুরুল ইসলাম তালুকদার বলেন, আমার জমির পাশ থেকেই বালু উত্তোলন করছে দুলাল প্যাদা। আমি বাধা দিতে গেলে উল্টো আমাকে দেখে নেয়ার হুমকি দেন দুলাল।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মৌডুবী ইউনিয়নের ভূইয়াকান্দা গ্রামের চরবোগলা স্লুইসগেট সংলগ্ন সরকারি খালে ড্রেজার মেশিন বসিয়ে দুলাল তার লোক দিয়ে বালু উত্তোলন করছে। (যার ভিডিও রেকর্ড প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে)

এ বিষয়ে জানতে চাইলে ড্রেজার মালিক দুলাল প্যাদা বলেন, ড্রেজার মেশিন আমার না।রাঙ্গাবালীর খোকন এর ড্রেজার। সে এখান থেকে বালি উত্তোলন করে। সে এখানে থাকে না।আমাকে দেখা-শোনা করতে বলছে। আমি শুধু দেখা-শোনা করি।আমাকে অনেকে ফোন দেয়।আমার তো কিছু না।

এ বিষয়ে মৌডুবী ইউনিয়ন প্রশাসক মোঃ মনিরুল ইসলাম বলেন, আমি বিষয়টি জানি না।তবে অবৈধ ভাবে বালি উত্তোলন করলে উপজেলা প্রশাসনের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা নিবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাশফাকুর রহমান বলেন,আমি মৌডুবী ইউনিয়নের চেয়ারম্যান এর সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net