মো. আবদুস সবুর, চট্টগ্রাম:
আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ক্লাব অফ চিটাগাং ব্লুমিং স্টারের ১ম সাধারণ সভা শুক্রবার (১৮ সেপ্টেম্বর) চিটাগাং সিনিয়রস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি লায়ন আনিসুর রহমান। ক্লাব সেক্রেটারি লায়ন জিয়াউল হক সোহেলের পরিচালনায় বক্তব্য রাখেন, ক্লাব ভাইস প্রেসিডেন্ট-১ লায়ন আরমান রসুল, ভাইস প্রেসিডেন্ট-২ লায়ন এহসান, ট্রেজারার লায়ন এডভোকেট মহিউদ্দিন জিকু, এলসিএফ কর্ডিনেটর লায়ন রেজওয়ান আদর, মেম্বারশীপ কমিটির চেয়ারম্যান লায়ন তোহিদুল ইসলাম, মার্কেটিং চেয়ারম্যান লায়ন রুবেল রানা, ক্লাব ডিরেক্টর লায়ন জিয়াউর রহমান, প্রোগ্রাম চেয়ারম্যান লায়ন পাপিয়া পাল, জয়েন্ট সেক্রেটারি লায়ন এডভোকেট হাসান আলী রোমান, নির্বাহী সদস্য লায়ন শুভঙ্কর দাস, লায়ন শাহাদাত হোসাইন, লায়ন এম.এ সবুর, লায়ন অভি, লায়ন সাহাবুদ্দিন শাপলু, লায়ন রবিউল ইসলাম প্রমূখ।