নিজস্ব প্রতিবেদক
আমি নিম্ন স্বাক্ষরকারীর পুত্র হামিদুর রহমান (১৬) সাবালক হওয়ার পর থেকে নানা অপকর্মে করিয়া বেড়াইতেছে। সে এলাকার বিভিন্ন লোকজনের সহিত ঝগড়া বিবাদ ও খারাপ ছেলেদের সহিত মিশিয়া অন্যায় ও গর্হিত কাজে লিপ্ত হইয়া পড়ে। এহেন অবাধ্য পুত্রকে সৎ পথে ফিরাইয়া আনার শত চেষ্টাও ব্যর্থ হয়েছি।বিভিন্ন সময়ে আমার নিকট হইতে টাকা নেয়।তাহার চাহিদা মতে টাকা দিতে না পারিলে আমার অশ্লীল ভাষায় গালি-গালাজ করিতে লাথি কিল,ঘুষী মারিয়া আমাকে বেদড়ক মারধর করে।তাহাকে উক্ত কর্মকান্ড থেকে বিরত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করিয়াও ব্যর্থ হইয়াছি। তাহাকে উপরোক্ত অপকর্মে বাধা প্রধান করিলে আমাকে উত্তেজিত হইয়া চোখ মুখ লাল করে আমাকে গলা চাপিয়া ধরে শ্বাসরোদ্ধ করে এবং জীবনে মারিবে বলিয়া প্রকাশ্যে হাঁকাবকা ও হুমকি ধমকী প্রদান করে।
যে কোন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানে আর্থিক লেনদেন করিতে পারে কিংবা অপারধজনক কর্মকান্ডে লিপ্ত হইতে পারে এবং আমার অজান্তে ও অজ্ঞাতে কোন নারীর সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ অথবা অবৈধ সম্পর্কে জড়িত হইয়া আইনগত জটিলতা সৃষ্টি করিতে পারে এমন আশংকা করেতেছি।উক্তরূপ কর্মকান্ডে আমি হলফকারী কিংবা আমার পরিবারের অন্য কেউ দায়ী থাকিবে না। আমার উপরোক্ত পুত্রের এহেন অবৈধ ও অসমাজিক কার্যকলাপে যে কোন মুহূর্তে আমার মান সম্মানের হানি ও বিভিন্ন রকমের অপরাধে জড়িত হয়ে আমাকে এবং আমার পরিবার পরিজনকে অভিযুক্ত করার সম্ভাবনা রহিয়াছে। তাই আমি ও আমার অন্যান্য সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে কক্সবাজার নোটারী পাবলিক কার্যালয়ে হাজির হয়ে হলফনামামূলে তাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করলাম। হলফনামার নং ২৮৮, তাং ১৩/০৯/২০২০ ইং। আজ থেকে আমার কোনরূপ সম্পত্তির সে আর দাবী করতে পারবে না। তার দ্বারা সংগঠিত যে কোন বেআইনী কাজের জন্য আমি এবং আমার পরিবার কোন প্রকার দায়ী থাকবে না।
আবদুস শুক্কুর
পিতা-মৃত গুরা মিয়া,সাং- জাউসপাড়া,
৫নং ওয়ার্ড,ইউনিয়ন- গর্জনিয়া,
ডাকঘর-গর্জনিয়া, থানা-রামু,জেলা-কক্সবাজার।