তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মানবিক সংগঠন ‘আলোকিত করিমগঞ্জ’র উদ্যোগে শতাধিক বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় দেহুন্দা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সভাপতি সজীব রাব্বানী ও সাধারণ সম্পাদক তন্ময় শেখ রাজন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় আলমগীর, কোষাধ্যক্ষ আলফাতুর রহমান বাপ্পি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক রেদওয়ান রমজান, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইউসুফ, দপ্তর সম্পাদক মিনহাজ আসিফ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের বিভিন্ন স্কুল, মাদ্রাসা, হাটবাজার এবং সাধারণ মানুষের হাতে হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।