হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলা পরিষদ মসজিদের মুয়াজিন মাওয়লানা আব্দুল লতিফের উপর বর্বরোচিত হামলাকারীদের শাস্তির দাবীতে নকলা উলামা ঐক্য পরিষদ রোববার দুপুরে নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের নিকট স্মারক লিপি প্রদান করেছেন।
এসময় নকলা উলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আব্দুল জলিল , সহ সম্পাদক মুফতি আনসারুল্লাহ (তারা আলম) নকলা উপজেলা পরিষদ মসজিদের খতিব মুফতি আব্দুল জলিল কাশেমী, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ , কায়দা বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা ওলীউল্লাহ, হাফেজ আবু সালেহ,মাওলানা মুন্জুরুল ইসলাম , মাওলানা আব্দুল আজিজ ( মুয়াম্লিম), মাওলানা উছমান গনি ও মাওলানা শাহাজান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১১ সেষ্টেম্বর ভোরে ফজরের নামাজের আজান দেওয়ার উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পথে কায়দা বাজাদী গোরস্থানের সামনে মুয়াজিন আব্দুল লতিফ দূর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।