মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
ঢাকা থেকে চট্টগ্রামমুখি ভোরের টুডাউন নামক লোকাল ট্রেন থেকে পড়ে মীরসরাইয়ে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মহামায়া রেল ক্রসিংয়ের উত্তর পাশ থেকে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে প্রেরণ করা হয়েছে।
জিআরপি পুলিশের (রেলওয়ে পুলিশ) সীতাকুন্ডস্থ আঞ্চলিক ইনচার্জ সহকারি পরিদর্শক মনজুর আলম জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে মহামায়া এলাকায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের প্রায় ৬০ বছরের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছি। উনার ডানপাশের চোখে, কপালে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
ধারণা করা হচ্ছে ভোরের চট্টগ্রামমুখী টুডাউন লোকাল রেলের ছাদ থেকে পড়ে গিয়ে তিনি ঘটনাস্থলেই মারা গেছেন। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক মর্গে প্রেরণ করেছি। নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।