শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:
রাউজান উত্তরসর্তা হযরত আবদুল কাদের জিলানী(রঃ) কল্যাণ ট্টাষ্টের উদ্যোগে মাসিক গেয়ারবি শরিফ,ওরছে আলা হযরত বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে অনুষ্টিত হয়েছে।ধর্মীয় জ্ঞান অম্মেসনের লক্ষ্য ট্টাষ্টের উদ্যোগে গাউছিয়া কাদেরীয়া লাইব্রেরীও উদ্বোধন করা হয়েছে।সোমবার রাতে গাউছে পাকের আস্তানা শরীফে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন ট্টাষ্টের সভাপতি ও আওয়ামীলীগ নেতা আলহাজ্জ মাহবুবুল আলম।বক্তব্য রাখেন ট্টষ্টের সাধারন সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আলী।তকরির করেন দক্ষিণ ধর্মপুর রহমানিয়া মাদ্রাসার শিক্ষক আল্লামা কুতুব উদ্দিন হাসনাবাদী।।উপস্থিত ছিলেন ট্টাষ্টের সহ যুগ্ম সম্পাদক জামাল কোম্পানী, শিক্ষানুরাগী সোলায়মান মাষ্টার,শহিদুল্লাহ জেহাদী,মুহাম্মদ হানিফ,মাওলানা শফি,মাওলানা শহিদুল্লাহ চৌধুরী,হাফেজ মাওলানা আলী আকবর, দরগাহ বাজার জামে সজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মাসুদুল আলম,হাফেজ মাওলানা মুহাম্মদ সাহাব উদ্দিন,মাওলানা দিদারুল আলম নুরী,প্রবাসী সাইফুল ইসলাম। মিলাদ কিয়াম শেষে মোনাজাত পরিচালনা করেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন।পরে আগত ভক্তদের মাঝে তাবরুক বিতরণ করা হয়।পরে সৌদি আরবের মদিনা প্রবাসী জসিমের মা’র ইছালে ছাওয়াবের জন্য প্রদত্ত ১০টি কোরআন শরীফ হেফজখানার ছাত্রদের হাতে তুলে দেন ট্টাষ্টের নেতৃবৃন্দ।