মোঃ সাইফুল্লাহ ;
মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের ২ সন্তানের জননী তুলশি রানী বিশ্বাস (৩২) নামে এক গৃহ বধু গলায় ফাঁস লাগিয়ে ২৫ অক্টোবর ২০২০ রবিবার রাতে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
সে উক্ত গ্রামের মৃণাল বিশ্বাসের স্ত্রী। মৃণাল শ্রীপুর পুরাতন বাজারের একটি সিট কাপড়ের দোকানের মালিক। এ ব্যাপারে শ্রীপুর থানায় নিহত তুলশি বিশ্বাসের পিতা দেবদাস বিশ্বাস একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। শ্রীপুর থানার এ এস আই আবুল কালাম আজাদ জানান তুলশি রানীর পুর্ব থেকেই মাথায় সমস্যা ছিলো, সে এর পুর্বে ও আত্নহত্যা করতে গিয়েছিলো বলে জানতে পেরেছি। এক প্রশ্নের জবাবে তিনি জানান পুজায় পছন্দ মাফিক পোশাক না পেয়ে আত্নহত্যা করেছে এর কোনো সত্যতা পাওয়া যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের প্রতিনিধিকে জানান, রবিবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার টুপিপাড়া গ্রামের মৃণাল বিশ্বাসের বাড়ি থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গৃহবধুর লাশ উদ্ধার করে। নিহতের পিতার বাড়ি যশোরের কোতয়ালী থানার লাউখালী গ্রামে। প্রাথমিক অবস্থায় এটি আত্মহত্যা বলেই প্রতীয়মান হয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় নিহত তুলশি বিশ্বাসের পিতা দেবদাস বিশ্বাস একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। যার মামলা নং-৩০/ তারিখ ২৬/১০ ২০২০ ইংরেজী৷