1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় চুুরির অভিযোগে এক মাদ্রাসা ছাত্র নির্যাতন থেকে মুক্তি পেয়ে বাড়ীতে ফিরলো - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুবিতে দেবিদ্বার ছাত্র কল্যাণ পরিষদের ইফতার মাহফিল নবীগঞ্জ আইন শৃংখলা কমিটির সভায় কিশোর গ্যাং বিষয়ে সর্থক থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে —–এমপি কেয়া চৌধুরীর নির্দেশ সৈয়দপুরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরাম এর মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। চৌদ্দগ্রামে বিজিবি’র উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ পূর্বাঞ্চলে রেলের প্রায় কোটি টাকা আত্মসাতের ঘটনায় এক মাসেও হয়নি কোনো মামলা বিভিন্ন কর্মকান্ড বিষয় নিয়ে ঠাকুরগাঁওয়ে পুলিশের প্রেস ব্রিফিং ! প্রাথমিক বিদ্যালয়ে দিনরাত জ্বলছে বৈদ্যুতিক বাতি, কর্তৃপক্ষ নির্বিকার বঙ্গবন্ধু লেখক জোটের কমিটিতে তামিজী প্রেসিডেন্ট, শিহাব সেক্রেটারি জেনারেল রামগড়ে কাঁচা মরিচের বস্তায় গাঁজা, আটক-১

আনোয়ারায় চুুরির অভিযোগে এক মাদ্রাসা ছাত্র নির্যাতন থেকে মুক্তি পেয়ে বাড়ীতে ফিরলো

আনোয়ারা সংবাদদাতা ;-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ১০৭ বার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাংবাদিক এনামের প্রচেষ্টায় পাবলিকের নির্যাতন থেকে মুক্তি পেয়ে বাবর বুকের ফিরলো চুরির অভিযুক্ত এক মাদ্রাসার ছাত্র্র।

১৪-ই অক্টোবর (বুধবার) সকাল ৮ঃ৩০ এর দিকে উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের উত্তর হাইলধর জামে মসজিদের দান বাক্সের থালা ভেঙে টাকা নিয়ে ফেলার সময় ১২ বছর বয়সি এক মাদ্রাসার ছাত্র মসজিদের ইমাম সাহেব ধৃত করে। পরবর্তীতে তাকে এলাকার লোকদের কাছে সোপর্দ করে তার নাম ঠিকানা সঠিক ভাবে বলতে না পারায় প্রপেসনাল চোর ভেবে এলাকার লোকজন তাকে রোধের মধ্যে বেঁধে রেখে তার উপর চালাতে থাকে অমানবিক নির্যাতন। তখন ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক এনাম উপস্থিত হয়, এবং লোকদের ছাত্রটিকে মারতে নিষেধ করে। কিন্তু লোকজন এনামের কথা না শুনে উল্টো তার উপর ক্ষেপে যায়। এই পরিস্থিতিতে এনাম আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ কে ফোন করে বিষয়টি জানাই। পরবর্তীতে মিনিট ২০ এর মধ্যে আনোয়ারা থানা পুলিশের একটি ফোর্স এসে ছাত্রটিকে উদ্ধার করে নিয়ে যায়।

থানা সূত্রে জানা যায়,ছাত্রটি আনোয়ারা থানার ওষখাইন গ্রামের ছেলে। তার নাম হুসাইন (১২)। লেখা-পড়ায় অমনোযোগী হওয়ার কারণে তাকেমাদ্রাসায় আটকে রাখা হলে, সে ওখান থেকে পালিয়ে যায়। এবং একদিন না খেয়ে থাকার পর ক্ষুধার জ্বালা সইতে না পেরে মসজিদের দান বাক্স থেকে টাকা চুরি করে।

এই বিষয়টি সম্পর্কে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, সকাল ৮:৪৫ এর দিকে হাইলধর থেকে সাংবাদিক এনামের ফোন আসে, তিনি শিশুর বিষয়টি সম্পর্কে আমাকে জানাই। বিষয়টি জেনে ঘটনার সত্যতা যাচাই এবং ছাত্রটিকে উদ্ধারের জন্য থানা থেকে একটি টিম পাঠানো হয়। এবং তারা গিয়ে আধঘন্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে। এবং তাকে তাঁর বাবার কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সাংবাদিক এনামুল হক নাবিদ বলেন, পেশাগত জায়গার আগে আমি একজন মানবিক মানুষ। মানবিকতার জায়গা থেকে আমি এই ভূমিকা রেখেছি। বর্বতার যে অপসংস্কৃতি সেই জায়গায় দায়িত্ববোধ মনে করে আমি প্রশাসনের সহয়তায় একটি অনাকাঙ্কিত ঘটনা রুখে দিতে পেরে নিজেই গর্ববোধ মনে করছি। অশেষ ধন্যবাদ জানায় আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ মহোদয় ও আমার সহযোদ্ধা সহকর্মীদের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম