1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এল.জি.ই.ডি. সড়ক রক্ষণাবেক্ষণে ফকিরহাটে মোবাইল মেইনটেন্স টিমের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৪০ পূর্বাহ্ন

এল.জি.ই.ডি. সড়ক রক্ষণাবেক্ষণে ফকিরহাটে মোবাইল মেইনটেন্স টিমের উদ্বোধন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ১২২ বার

বাগেরহাট জেলার, ফকিরহাটে জেলা স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের(এলজিইডি) উদ্যোগে মুজিব বর্ষের অঙ্গিকার সড়ক হবে সংস্কার এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গ্রামীন সড়ক রক্ষনা-বেক্ষন মাস উপলক্ষে জেলার সদর উপজেলার শুকদাড়ামোড় হতে ফকিরহাট উপজেলার গৌরম্ভা বাজার পর্যন্ত সড়কের রক্ষণাবেক্ষণের কাজ মোবাইল মেইনটেন্স টিম এর মাধ্যমে বাস্তবায়ন প্রকল্পের উদ্ভোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১১টায় শুকদাড়া মোড়ে অনুষ্ঠিত হয়েছে।

এলজিইডি মন্ত্রনালয়সূত্রে জানাগেছে, বাংলাদেশ মুখ্যত একটি গ্রাম প্রধান দেশ তাই দেশের অর্থনীতির সাথে গ্রামীন যোগাযোগ সরাসরি সম্পৃক্ত ,বর্তমানে দেশে এলজিইডির আওতাভুক্ত বিভিন্ন শ্রেনীর মোট ৩ লক্ষ ৫৩ হাজার ৩৫৩ কিলোমিটার গ্রামীন সড়ক রয়েছে। যেসকল সড়ক প্রধানত গ্রোথ সেন্টার ও বাজার ,স্থানীয় সনকার প্রতিষ্ঠান,খামার,আর্তিক,শিক্ষা,সামাজিক ও সমাজ কল্যায়ন মুলক প্রতিষ্ঠান এবং পল্লি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের যাতায়াত সুগম রয়েছে যার ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি ,কৃষি পন্য বাজারজাত করনসুবিধা,খামার পর্যানে কৃষি উপকরন সহজলব্য হয়েছে।

এছাড়াও দেশের মোট জনসংখ্যার ৭৫ শতাংশই পল্লীতে বসবাস তাই তাদের স্বাত্য,শিক্ষা ও প্রশাসনিক সেবা সাধারন প্রন্তিক পল্লি জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌছে দিতে অসামান্য অবদান রাখছে তাই বর্তমান সরকার চলমান মুজিব বর্ষে গ্রামীন সড়ক নেটওয়ার্ক আরও বেগমান করার লক্ষে ইতিমধ্যে উন্নয়নকৃত গ্রামীন পাকা সড়কগুলি যথাযথ ভাবে সময়োচিত রক্ষণাবেরণর মাধ্যমে নির্মিত অবকাঠামোর স্থায়ীত্বকাল বৃদ্ধি,দুঘর্টনার মাত্রা উল্লেখযোগ্য পরিমানে হ্রাস করনসহ যানবাহনের পরিচালন ব্যয় হ্রাস করে এযাবৎ গ্রামীন সড়ক নেটওয়ার্কে বিনিয়োগের অর্জিত সুফল বজায় রাখার জন্য এলজিইডি মন্ত্রনালয়ের গৃহিত কর্মসুচির অংশ হিসাবে বাগেরহাটের এলজিইডির আওত্তাভুক্ত বিভিন্ন শ্রেণীর মোট ৬,৭৪৫,১৫কিঃমিঃ সড়ক আছে তার মধ্যে ২,৫৪৮.৩৮কিঃমিঃ সড়ক বর্তমানে পাকা রয়েছে উক্ত পাকা সড়কের মধ্যে ২০২০-২০২১ অর্থবছওে ১১৭.৪৩ কিঃমিঃ সড়ক রাজস্ব ও উন্নয়ন বাজেটের আওতায় প্রিওডিক মেইন্টেইনস এর মাধ্যমে সংস্কারের উদ্যোগ গ্রহন করেছে। এ সংস্কার কর্মসূচি জেলার বিভিন্ন সড়কে বৃহস্পতিবার পহেলা অক্টবর থেকে আগামী ২০২১ সালের মার্চ পর্যন্ত রক্ষণাবেক্ষণ মাস হিসাবে বিবেচনা মনে করে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।

এ ব্যপারে অনুষ্ঠানের উদ্বোধন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ বলেন সরকার গ্রামীন অতিদরিদ্র ও কোভিড-১৯ এ সৃষ্ট বেকারত্ব নিরাসনের লক্ষে সড়কের নিয়মিত রক্ষাণাবেক্ষণের শ্রমঘন কাজে স্থানীয় ভাবে শ্রমিক নিয়োগ করে বছর ব্যাপী সড়ক সংস্কার কর্মসূচী গতিশীলতা বৃদ্ধির উদ্যোগ গ্রহন করেছে। এব্যাপারে জানতে চাওয়া হলে বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুর রহমান বলেন বাগেরহাটের গ্রামীন সড়ক মোবাইল সর্বক্ষনিক মেরামতের কাজে নিয়োজিত থাকার জন্য ৩০জন শ্রমিক নিয়ে মোবাইল মেইনটেন্স টিম গঠন করা হয়েছে এবং নিয়মিত সড়কে রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করার জন্য রক্ষণাবেক্ষণের কাজে এলজিইডি, সড়ক ব্যাবহার কারী জনগোষ্ঠী ও জনপ্রতিনিধিদের অংশ গ্রহন নিশ্চিত করার উদ্যোগ গ্রহন করা হয়েছে। এ উদ্বোধনী অনুষ্ঠানে অনান্যে মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এমএ বকর, সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ মাহম্মুদ হাসান, উপ-সহকারী প্রকৌশলী কেএম শহিদুল ইসলাম, মোঃ আলতাপ হোসেন, মোঃ হারুনার রশিদ ও বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ আব্দুর সাত্তার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম