1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে: তোফায়েল আহমেদ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মনিপুরে গুলি ও পশ্চিমবঙ্গে কিছু সহিংসতা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ ভোট গ্রহণ  হয়েছে ভারতে নকলায় ভাই বউয়ের লাঠির আঘাতে ভাসুর নিহত: মা-মেয়ে আটক ঈদগাঁওতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ডিসি নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রশাসন বদ্ধপরিকর ঠাকুরগাঁওয়ে যৌতুক ছাড়াই একসাথে বিবাহ করলেন দুই বন্ধু ! মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা Best Totally Free Dating Websites in 2024 বাঁশখালীতে সড়ক সংস্কার কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সাংসদ মুজিবুর রহমান মাগুরায় ডেন্টাল সোসাইটি’র নির্বাচনে সভাপতি ডাঃ সুশান্ত ও সাঃ সম্পাদক ডাঃ ইমন পুনঃ নির্বাচিত ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে প্রাণিসম্পদ প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা চৌদ্দগ্রামে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে: তোফায়েল আহমেদ

ভোলা প্রতিনিধি।।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ১২৫ বার

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাংসদ আলহাজ্ব তোফায়েল আহমেদ বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন হতে পারে না। তাই বর্তমানে দেশে চলমান ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ব্যাপারে কোনো দলমত নেই। যে অপরাধ করবে সেই অপরাধী। সকলের উচিত এব্যাপারে ঐক্যবদ্ধ হওয়া। রবিবার দুপুরে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ধর্ষণ ইস্যু নিয়ে রাজনীতি করার কিছু নেই। এব্যাপারে কাউকে ব্লেইম দেয়া উচিত নয়। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ষণের বিষয়ে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করার কথা বলেছেন। আশা করি শীগ্রই তা পাশ হবে। একই সাথে যারা মিথ্যা মামলা করে অন্যের ইজ্জত নষ্ট করতে চায় তাদের ব্যাপারেও ব্যবস্থা নেয়া হবে।

আওয়ামী লীগের প্রবীণ এ নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত ডিজিটাল বাংলাদেশ। আর সেই স্বপ্ন আজ বাস্তব। যার কারনে আজ আমরা ডিজিটাল মাধ্যমে ঘরে বসে একে অপরের সাথে ভিডিওতে কথা বলতে পারছি। আমরা এখন আর মধ্যম আয়ের দেশ নয়, উন্নয়নশীল দেশে রূপান্তরিত হচ্ছি।
ভোলার উন্নয়ন নিয়ে তোফায়েল আহমেদ বলেন, আওয়মী লীগের সময়ে ভোলার নদী ভাঙন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। এখন ভোলা নিয়ে আমার স্বপ্ন হলো ভোলা-বরিশাল সেতু নির্মান করা। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেটিও বাস্তবায়নের পথে। আশা শীগ্রই ভোলা-বরিশাল সেতু নির্মাণ করা হবে। আর তখন ভোলা আরো উন্নত হবে। ভোলা হবে পর্যটন এরিয়া। এক কথায় ভোলা হবে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জেলা।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আল ছিদ্দিকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী, মনপুরা উপজেলা চেয়ারম্যান সেলিনা চৌধুরী, চরফ্যাসন পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম