1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে গুষ্টির মাতব্বরদের না জানিয়ে মামলা করায় একটি পরিবারকে এক ঘরে রাখার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জেদ্দায় শুরু হচ্ছে পঞ্চম হজ সম্মেলন ও প্রদর্শনী হঠাৎ করেই শীতের বার্তা নিয়ে কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড় যাত্রাবাড়ীর এক বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ অর্থিক সুবিধা না পেয়ে বৃদ্ধাকে পিটিয়ে আহত করলো মজিবুল মেম্বার নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র ৫ দফা দাবিতে দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জামায়াতের বনানীতে শিসা বারে ডিএনসির অভিযান ঘুষের টাকাসহ হাতেনাতে আটক সহকারী রাজস্ব কর্মকর্তা বিভিন্ন অপরাধ প্রতিরোধে সক্রিয় ভুমিকা পালন করবে কক্সবাজার ঈদগাঁও থানার ওসি মছিউর আনোয়ারা ও কর্ণফুলীতে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

নবীগঞ্জে গুষ্টির মাতব্বরদের না জানিয়ে মামলা করায় একটি পরিবারকে এক ঘরে রাখার অভিযোগ

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।। মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম ||

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ১৮৯ বার

নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল পূর্বপাড়া গ্রামে গুষ্টির মাতব্বরদের না জানিয়ে মামলা করার অপরাধে একটি পরিবারকে গুষ্টির পঞ্চায়েত থেকে তাদেরকে বাদ দিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা ঘর থেকে বের হলেই তাদের উপর আক্রম করা হয়। গরু ছাগল পালন করতেও পড়েছেন বিপাকে। এমন অভিযোগ ওই গ্রামের আব্দুল কাইয়ুম এর ছেলে মুহিত মিয়ার।

জানা যায়, উপজেলার সাতাইহাল গ্রামে গত ১৯ সেপ্টেম্বর সকালে ছোট বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে আব্দুল কাইয়ুমের স্ত্রী রাজিয়া বেগমকে মারপিট করে পাশের বাড়ির আব্দুল কালাম ও তার লোকজন। আশংকাজনক অবস্থায় রাজিয়া বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহতের ছেলে মুহিত মিয়া বাদী হয়ে ৪জনকে আসামী করে হবিগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে এফআইআর করার নির্দেশ দেন নবীগঞ্জ থানাকে।

গুষ্টির মানুষকে না জানিয়ে মামলার করার কারণে ক্ষিপ্ত হন গুষ্টির মাতব্বররা। ওই গ্রামের সুফান মিয়া, ফজজুল হকের নেতৃত্বে গুষ্টির পঞ্চায়েত বসে তারা মুহিতের পরিবারকে এক ঘরে করে রাখার সিদ্ধান্ত নেন। এ ছাড়া গুষ্টির পঞ্চায়েতের থাকতে হলে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে এমন রায়ও দেন মাতবব্বরা। মাতব্বরদের এমন আদেশের কারণে বিপাকে পড়েছেন ওই পরিবারের লোকজন। তারা ঘর থেকে বের হতে পারছেন না। বাজার হাটেও যেতে পারেন না। এমনকি গরু ছাগল পালনেও বাহিরে গেলে তাদের উপর আক্রমন চালায় মাতব্বরদের বাহিনী।

মুহিতের পরিবারের লোকজন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ প্রসঙ্গে ওই এলাকার বিশিষ্ট মুরুব্বি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূর উদ্দিন (বীর প্রতিক) এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন। ‘ঘটনাটি শুনেছি তাদেরকে মারপিট করা হয়েছে। গুষ্টির লোকজন যদি ওই পরিবারকে এক ঘরে করে রাখে তারা আমাদের পঞ্চায়েতকে জানালে আমরা সমাধানের চেষ্টা করবো।
ওই ওয়ার্ডের মেম্বার আব্দুল মুকিত জানান, মারামারির ঘটনাটি শুনেছি। গ্রাম্য পঞ্চায়েতকে জানালে আমরা বিষয়টি দেখবো। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান বলেন, এ ধরণের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net