1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ৬ জন চেয়ারম্যান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ২ দিন পরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছ পুলিশ চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা ও কারাদন্ড ঠাকুরগাঁওয়ে বরাদ্দের আগেই বিক্রি হচ্ছে প্রধানমন্ত্রীর আশ্রয় প্রকল্পের উপহারের ঘর ! চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু শিল্প সমিতির নেতৃত্বে দুই মহা-খলনায়ক, সাভপতি- মিশু,সাধারণ সম্পাদক- ডিপজল মনিপুরে গুলি ও পশ্চিমবঙ্গে কিছু সহিংসতা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ ভোট গ্রহণ  হয়েছে ভারতে নকলায় ভাই বউয়ের লাঠির আঘাতে ভাসুর নিহত: মা-মেয়ে আটক ঈদগাঁওতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ডিসি নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রশাসন বদ্ধপরিকর ঠাকুরগাঁওয়ে যৌতুক ছাড়াই একসাথে বিবাহ করলেন দুই বন্ধু ! মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা

বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ৬ জন চেয়ারম্যান

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ১৪০ বার

বাগেরহাট জেলাধীন মোল্লাহাট উপজেলার ৭টি ইউনিয়নের ৬টিতে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন চেয়ারম্যান প্রার্থীরা। এসব ইউনিয়নে ক্ষমতাসীন দলের প্রার্থীদের কোন প্রতিদ্বন্ধি প্রার্থী নেই। এর ফলে বিনা প্রতিদ্বন্ধিতায় তাঁরা নির্বাচিত হতে যাচ্ছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১৮ মার্চ বৃহস্পতিবার আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ৬ জন ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ১ জন মনোনয়ন পত্র দাখিল করেন। এছাড়া সাধারণ সদস্য(পুরুষ) পদে ২১২ জন এবং সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ৬৮ জন মনোনয়নপত্র দাখিল করেন।

শুক্রবার দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ১নং উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যানপদে স্বতন্ত্র প্রার্থী চেীধুরী মনিরুজ্জান মিনু’র মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। ফলে চেয়ারম্যান পদে ওই ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নেীকা প্রতিকের এস কে হায়দার মামুন একক প্রার্থী আছেন। এছাড়া ওই ইউনিয়নে সাধারণ সদস্য(পুরুষ) ৩৯ জন এবং সংক্ষিত (মহিলা) পদে ১২ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে বিবেচিত হয়েছে।

২নং চুনখোলা ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের একক প্রাথী মনোরঞ্জন পাল ,এছাড়া সাধারণ সদস্য(পুরুষ)পদে ৩২ জন এবং সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১০ জনের দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে।

৪নং কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের একক প্রার্থী মোল্লা মিজানুর রহমান। এছাড়া সাধারণ সদস্য(পুরুষ) পদে ৩৫ জন এবং সংরক্ষিত (মহিলা) পদে ১২ জনের দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে।

৫নং গাওলা ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের একক প্রার্থী শেখ রেজাউল কবীর। এছাড়া সাধারণ সদস্য(পুরুষ) পদে ৪০ জন এবং সংরক্ষিত (মহিলা) পদে ১০ জনের দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে।

৬নং কোদালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের একক প্রার্থী শেখ রফিকুল ইসলাম। এছাড়া সাধারণ সদস্য(পুরুষ) পদে ৩২ জন এবং সংরক্ষিত (মহিলা) পদে ১৪ জনের মনোনয়ন পত্র বৈধ বলে বিবেচিত হয়েছে।

৭নং আটজুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীগ মনোনীত নৌকা প্রতিকের এককপ্রার্থী মোঃ মনিরুজ্জামান মিয়া। এছাড়া সাধারণ সদস্য(পুরুষ) পদে ৩৪ জন এবং সংরক্ষিত মহিলা পদে ১০ জনের মনোনয়ন পত্র বৈধ বলে বিবেচিত হয়েছে।

আগামী ২৪ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৫ মার্চ প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রবীর কুমার মল্লিক জানান, মোল্লাহাটে ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের প্রার্থীবাদে অন্য কোন প্রার্থী না থাকায় ২৫ মার্চ তারা বিনা প্রতিদ্ব›িদ্বতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হতে যাচ্ছেন।

উপজেলায় ৬টি ইউনিয়নে সাধারন সদস্য (পুরুষ) ৫৪টি সদস্য পদের জন্য ২১২ জন এবং সংরক্ষিত (মহিলা) ১৮ টি সদস্য পদের জন্য ৬৮ জন প্রতিদ্ব›িদ্বতা করবেন। এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৮৬ হাজার ৫ শত ৫৫ জন এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৪৪ হাজার ৬ শত ৪৭ জন এবং নারী ভোটারের সংখ্যা ৪১ হাজার ৯ শত ০৫ জন। এসকল ভোটারগণ আগামী ১১ এপ্রিল রবিবার তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দমত প্রার্থীকে নির্বাচিত করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম