1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে প্রশাসনের সহযোগিতায় দীর্ঘ ২৮ বছর পর জমি উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১০ মে ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ এ-র জন্মদিবস উপলক্ষে রচনা ও আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে তারুণ্যের সমাবেশকে সফল করতে দোহাজারীতে যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা ঠাকুরগাঁওয়ে হরিপুরে সীমান্তে ভারত থেকে আসা ১০ অনুপ্রবেশকারী আটক ! ঠাকুরগাঁওয়ে ১৪ মামলায় পুলিশের হাত থেকে ১ আসামি ছিনতাই ! চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক ৪ মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত অন্তর্ভুক্তিমূলক নতুন নারী কমিশন গঠনের দাবি — প্রেসক্লাবের মানববন্ধনে সম্মিলিত নারী প্রয়াস মাগুরায় নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ বেতারের সুনাম ক্ষুণ্ন করতে ব্যস্ত ফ্যাসিস্ট চক্র!

খুটাখালীতে প্রশাসনের সহযোগিতায় দীর্ঘ ২৮ বছর পর জমি উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ২০৫ বার

কক্সবাজার প্রতিনিধি।
চকরিয়া উপজেলার খুটাখালী বাজারে ভূমিদস্যুদের কবল থেকে দীর্ঘ ২৮ বছর পর ব্যবসায়ীর জমি উদ্ধার করা হয়েছে।

চকরিয়া থানা পুলিশের সহায়তায় বেশ ক’বার শালিস বৈঠকের পর ওই জমির প্রকৃত মালিকের কাছে জমির দখল হস্তান্তর করা হয়।

জানা যায়, উপজেলার খুটাখালী ইউনিয়নের পুর্বপাড়া গ্রামের মরহুম কবির আহমদ প্রকাশ ঠান্ডা মিয়া চেয়ারম্যান বিগত ১৯৬৩ সনে খুটাখালী মৌজার ২ শতক জমি ক্রয় করার পর ১৯৬৫ সালে দোকানগর নির্মান করে ভোগ দখলে ছিলেন।

দীর্ঘ ৩০ বছর ভোগদখলে থাকার পর একই এলাকার আলী আকবর গং ১৯৯০ সালে ওই জমিটুকু জবর দখল করে নেয়।

দখলদাররা প্রভাবশালী হওয়ায় ঠান্ডা মিয়া চেয়ারম্যান পুত্র কামাল উদ্দীন কোন উপায়ে তাদের জমিটুকু উদ্ধার করতে পারেনি।

সম্প্রতি তিনি ওই জমির দখল উদ্ধারের জন্য দখলদার নুরুল আজিম, আবদু ছালাম ও নজির আহমদ সওদাগরের বিরুদ্ধে কক্সবাজার এসপি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে এএসপি সার্কেল চকরিয়া, চকরিয়া থানার ওসি’র নির্দেশে থানা পুলিশের এসআই আঃ সায়েম উভয় পক্ষকে নিয়ে বেশ কয়েকবার স্থানীয় ভাবে শালিস দরবারসহ জমি মাপঝোপ করে কামাল উদ্দীনের মালিকানা প্রতিষ্ঠিত হলে তার জমি তাকে বুঝিয়ে দেয়া হয়।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা চকরিয়া থানার এস.আই আঃ সায়েম জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বেশ কয়েকবার স্থানীয় ভাবে শালিস বৈঠকের মাধ্যমে জমির বিরোধ মিমাংসার চেষ্টা করা হয় এবং কামাল উদ্দিন বৈধ ভাবে জমির মালিকানা প্রতিষ্ঠিত হওয়ায় তাকে তার জমি বুঝিয়ে দেয়া হয়েছে।

ব্যবসায়ী কামাল উদ্দিন জানান, দীর্ঘ ২৮ বছর ধরে পৈত্রিক জমি প্রভাবশালীরা জবর দখল করে রেখেছে।

কক্সবাজারের এসপি, এএসপি সার্কেল চকরিয়া,চকরিয়া থানার ওসি ও এসআই আঃসায়েমের সহায়তায় আমি জমি ফেরত পেয়েছি। আমি তাদের কাছে কৃতজ্ঞ।

তবে বর্তমানে পার্শ্ববর্তী নজির আহমদ গং ও আবদু ছালাম গং তাদের দখলকৃত জমি ফেরত না দিয়ে নানা টালবাহানা শুরু করেছে।
অপরদিকে আবদু ছালাম গং ২২০০ দাগ, নজির আহমদ গং ২২০২ দাগের জমি ক্রয় করে আমার ২২০১ দাগের জমি ভোগ দখল করছে। ইতিমধ্যে আবদু ছালাম তার বসত ঘরে ২০/৩০ নারীকে সংঘবদ্ধ করে আমাকে হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net