1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পরাধীনতার শৃঙ্খল : আফজাল হোসাইন মিয়াজী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:১০ অপরাহ্ন

পরাধীনতার শৃঙ্খল : আফজাল হোসাইন মিয়াজী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৬২৯ বার

কতদিন থেকে লিখব ভেবে
আবার পিছু হটছি,
পরাধীনতার শৃঙ্খলে আজ
স্বাধীনতাকে খুঁজছি।

মনে আসে তবু মুখ ফোটেনা
বুক ধুরুধরু করে,
কলম আমার চলেনা যেনো
মাজলুমের তরে।

এখন শুধু প্রশ্ন মনে স্বাধীনতা
তুমি কার ঘরে?
মুখ ফুটে কিছু পারিনা বলতে
অশ্রু শুধু ঝরে।

মোরা জানি তুমি স্বজন হারান
সেই অমৃত বুলি,
সম্ভ্রম হারা নারীর অর্জিত মান
কেমন করে ভুলি।

তুমি ভাইয়ের খুনে রক্তে লাল
রঞ্জিত সে নিশান,
ছেলে হারা মায়ের আর্তনাদ
লুটাবে কে সম্মান।

ছড়িয়ে দিতে স্বাধীনতার সুখ
সবার ঘরে ঘরে,
জনপদে আজো প্রতিনিয়তই
জনতার প্রাণ ঝরে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net