শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:
																
								
                                    
									
                                
							
							 
                    রাউজানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টু্র্নামেন্ট অনূর্ধ্ব -১৭ বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টু্র্নামেন্ট অনূর্ধ্ব -১৭ বালিকা ২০২১ উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার ২৬ মে বিকালে রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন রেল পথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গনি রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবদুর ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর বশির উদ্দিন খান, এডভোকেট সমীর দাশ গুপ্ত, জানে আলম জনি, জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, আব্বাস উদ্দিন আহম্মদ, লায়ন শাহাবুদ্দিন আরিফ, লায়ন সরোয়ার্দী সিকদার, ভূপেষ বড়ুয়া, বিএম জসিম উদ্দিন হিরু, প্রিয়তোষ চৌধুরী, রোকন উদ্দিন, নুরুল আবছার বাঁশি, বাবুল মিয়া।
উদ্বোধনী খেলায় পৌরসভা-১ বনাম চিকদাইর ইউনিয়নের প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ০-২ গোলে চিকদাইর ইউনিয়নকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে খেলা সুযোগ হয় পৌরসভা- ১। দ্বতীয় ম্যাচের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন নোয়াপাড়া ইউনিয়ন ও পূর্বগুজরা ইউনিয়ন