1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফ্লাইওভার নির্মাণেই হাটহাজারী বাসস্ট্যান্ডের যানজট নিরসনের হবে' -ইউনুছ গণি ও মন্জুরুল আলম চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই সনদে আইনি ভিত্তি নিশ্চিত না হলে সই করবে না এনসিপি এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ চাকসুতেও ভিপি-জিএসসহ ২৪টি পদে ছাত্র শিবিরের জয়, এজিএস ছাত্রদলের দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে থাকবেন প্রধান উপদেষ্টা দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার : মির্জা ফখরুল দূর্নীতির বরপুত্র এনবিআর কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী ওএসডি এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে ঢাকাসহ সারাদেশে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ৫ বছরে সব সূচকে ন্যাশনাল লাইফের ঈর্ষণীয় সাফল্য কোনো ব্যক্তি নয়, মাস্টারমাইন্ড গণতন্ত্রকামী জনগণ : তারেক রহমান মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম

ফ্লাইওভার নির্মাণেই হাটহাজারী বাসস্ট্যান্ডের যানজট নিরসনের হবে’ -ইউনুছ গণি ও মন্জুরুল আলম চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুন, ২০২১
  • ৪৫৮ বার

কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::

উত্তর চট্টগ্রামের ব্যস্ততম জনপদ হাটহাজারী বাসষ্ট্যান্ড চত্বরের অন্যতম হয়রানী ‘যানজট’ হতে যাত্রীসাধারনের মুক্তিলাভে ফ্লাইওভার নির্মাণ এবং তা সাবেক সাংসদ মরহুম এম এ ওহাব সাহেবের নামে নামকরণের দাবীতে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে।

চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক সমিতির আয়োজনে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আলহাজ্ব মন্জুরুল আলম চৌধুরীর আহবানে এবং সভাপতিত্বে হাটহাজারী বাসস্ট্যান্ড জিরোপয়েন্টে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন- উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক সদস্য আলহাজ্ব ইউনুছ গণি চৌধুরী।

হাটহাজারী যুবলীগ নেতা ইকবাল বাপ্পির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো শামীম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রাক্তণ সাধারণ সম্পাদক মো. কলিম।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের প্রাক্তণ সাধারণ সম্পাদক মো. মন্জুরুল আলম, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. হাফিজ, শাহজাদা বদরুল হক, দেলোয়ার হোসেন মিন্টু, ওসমান কবির রাসেল, রকিবুল ইসলাম

মালিক সমিতির নেতা- রুহুল আমিন, চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, বাস শ্রমিক ইউনিয়নের মো. হারুন, প্রমূখ নেতৃবৃন্দ।

হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো হাসান, পৌরসভা ছাত্রলীগের সভাপতি মহিন উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শাহেদ।
হাবিবুর রহমান রাজু, হানিফ ও জাবেদ প্রমূখ।

হাটহাজারী হয়ে বয়ে যাওয়া হালদা নদী তথা বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ এর দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক এবং প্রাকৃতিক গুরুত্ব বিবেচনায় ফটিকছড়ি উপজেলা এবং পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ির প্রবেশ মুখ এই হাটহাজারী বাসস্ট্যান্ডকে ‘হালদা চত্বর ঘোষণা করা হয়’। যা, অচিরেই প্রাশাসনিকভাবে বাস্তবায়নের জন্য সাংসদ ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদের প্রতি জোর দাবী জানান নেতৃবৃন্দ।

সভায় ইউনুছ গণি চৌধুরী বলেন- লাখ লাখ জনগোষ্ঠীর যাতায়াত পথ এই হাটহাজারী মোড়, এই সড়ক ব্যবহারকারীরাই জানে- এই মোড়ে যানজটে লোকজনের কি পরিমাণ সময় ঘন্টা সড়কেই অপচয় হয়।’ খাগড়াছড়ি সড়কে এগারোমাইল হতে মাদরাসা সম্মুখ হয়ে মেডিকেল গেট এবং রাঙ্গামাটি সড়কে বাসস্ট্যান্ড হতে তা কলেজ গেট পর্যন্ত এই ফ্লাইওভার নির্মানের দাবী জানান তিনি।

মন্জুরুল আলম চৌধুরী এই ফ্লাইওভার নির্মানে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এবং হাটহাজারীর সাংসদ ও সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদের সহযোগীতা কামনা করে বলেন- ‘এই ফ্লাইওভার নির্মাণই যানজট হতে মুক্তির একমাত্র পথ’। এই ফ্লাইওভারটি হাটহাজারীর সাবেক এমপি, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মরহুম এম এ ওহাবের নামে নামকরণের প্রস্তাবও দিয়ে রাখেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net