1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা রোগীদের চিকিৎসা সেবায় অবহেলা, রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মর্কতার বিরুদ্ধে অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ জুন ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেমরায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু এবার ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা এনবিআর ঐক্য পরিষদের স্কাউটের অভিজ্ঞতা নিয়ে তরুণদের নতুন বিশ্ব গড়ার আহ্বান ড. ইউনূসের তেলের বাজারে আগুন, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধসের আশঙ্কা ব্রেইন ফাউন্ডেশনের আড়ালে ‘স্বাচিপ’-এর রাজনৈতিক কর্মকাণ্ড! চমক রেখেই শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল ঘোষণা বিসিবির ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেফতার হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত অনুমোদন ইরানি পার্লামেন্টে স্বাধীন-দক্ষ বিচার বিভাগ গড়তে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ- প্রধান উপদেষ্টা পুলিশ হেফাজতে সাবেক সিইসি নুরুল হুদা

করোনা রোগীদের চিকিৎসা সেবায় অবহেলা, রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মর্কতার বিরুদ্ধে অভিযোগ

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২০৬ বার

রাউজানে করোনা পরিস্থিতি নিয়ে প্রশাসনের জরুরি সভায় উপজেলা স্বাস্থ্য কর্মর্কতার বিরুদ্ধে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নিয়ে অবহেলার অভিযোগ করেন রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি। রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি বক্তব্য দেওয়ার সময়ে ক্ষোভের সাথে বলেন, রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর পৃষ্টপোষকতায় একটি আলাদা আইসোলেশন সেন্টার করা হয়েছে। করোনার প্রার্দুভাবের শুরু থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসেলোশন সেন্টারে ১০টি শয্যা রাখা হয়েছে। আমার বৃদ্বা মাতা করোনায় আক্রান্ত হওয়ার পর আমি আমার মা”কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা করার জন্য রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুৃর আলম দীনের কাছে অনুরোধ করার পরও আমার মাতাকে হাসপাতালে ভর্তি করা হয়নি । পৌর কাউন্সিলর জানে আলম জনির বক্তব্যের উত্তরে রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর আলম দীন বলেন, আইসোলেশন সেন্টারে করোনায় আক্রান্ত হওয়া রোগী ভর্তির ক্ষেত্রে ক্যাটরিয়া রয়েছে।

পৌর কাউন্সিলর জানে আলম জনির মাতা ঐ ক্যাটরিয়ার মধ্যে পরেনি একারণে তাকে ভর্তি করা হয়নি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর আলম দীনের এই বক্তবের পর উপস্থিত সাংবাদিকেরা করোনায় আক্রান্ত হলে কোন ক্যাটেগরির রোগী র্ভতি করা হবে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর আলম দীন কোন জবাব না দিয়ে নিরবতা পালন করেন। ২৭ জুলাই মঙ্গলবার সন্ধ্যা ৭টার সময় করোনা পরিস্থিতি মোকাবেলায় অনুষ্টিত জরুরি সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। সভায় করোনা পরিস্থিতি মোকাবেলায় কঠোর বিধিনিষেধ চলাকালে রাউজানে সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকার নির্দেশনা রয়েছে। কঠোর বিধিনিষেধ মেনে বাস ট্রাক চলাচল বন্ধ করা হলে ও রাউজানে বিভিন্ন সড়কে সিএনজি অটোরিক্সা চালানো হচ্ছে। এছাড়া ও রাউজানের বিভিন্ন এলাকায় কঠোর বিধিনিষেধ অমান্য করে হাট বাজারে বিকাল ৩টার পরও খোলা রাখা হচ্ছে। এ পরিস্থিতিতে সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ ও সামজিক দুরত্ব রজায় রাখার জন্য প্রশাসনের পাশপাশি সকল জনপ্রতিনিধি ও দলীয় নেতা কর্মীদের একযোগে কাজ করার আহবান জানান ইউএনও । সভায় বক্তব্য রাখেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি অতিশ দর্শী চাকমা, রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর আলম দীন, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, পৌর কাউন্সিলল বশির উদ্দিন খান, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, চেয়ারম্যান শফিকুল ইসলাম, আব্বাস উদ্দিন আহম্মদ, রোকন উদ্দিন, সৈয়দ আবদুল জব্বার সোহেল, বাবুল মিয়া । সভায় আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস, মুক্তিযোদ্বা ইউছুপ খান প্রমুখ ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net