1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান পৌর এলাকার চারাবটতলে জমে উঠেছে কোরবানি পশুর হাট - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গোলাপগঞ্জ থেকে নবীগঞ্জের চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষনা আগামী ২৫ ডিসেম্বর নির্বাচন ঠাকুরগাঁওয়ে কুয়াশায় ঢেকেছে , বাড়ছে শীতের তীব্রতা ঘন কুয়াশায় কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু ! চৌদ্দগ্রামে করপাটি আইডিয়াল স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া-মিলাদ ও আলোচনা সভা নবীনগরে স্বাস্থ্য কর্মকর্তার কমিউনিটি ক্লিনিক পরিদর্শন দেশ, সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ; ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশঃ এস. আলম রাজীব মাগুরায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে হুইল চেয়ার বিতরণ ও র‍্যালী মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাধারন সম্পদক এস,এ,জিন্নাহ’র  বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্রমূলক অভিযোগকারী শফিউদ্দিনের বিরুদ্ধে সমন জারি ৩১ দফা প্রচার কেন্দ্র’ গঠন

রাউজান পৌর এলাকার চারাবটতলে জমে উঠেছে কোরবানি পশুর হাট

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ১৮৫ বার

স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল- আযহা উপলক্ষে রাউজানে বিভিন্ন হাট-বাজারে জমে উঠেছে কোরবানি গরু-ছাগলের বাজার। বিক্রেতারা বাজারে প্রচুর গরু, ছাগল, মহিষ নিয়ে এসেছেন বিক্রির জন্য। এতে বড়- ছোট ও মাঝারি সাইজের গরু, ছাগল, মহিষ উঠলেও বেচাকেনা ছিল কম। তবে বাজারে বড় গরুর দাম একটু কম হলেও ছোট ও মাঝারি সাইজের গরুর দাম বেশি বলে জানান ক্রেতারা। হাট- বাজার ছাড়াও রাউজানে প্রায় ৪শ ৫১ টি ডেইরি ফার্ম রয়েছে।এসব ডেইরি ফার্মে প্রচুর গরু রয়েছে। তার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে মৌসুমী ব্যবসায়ীরা গরু ও মহিষ সংগ্রহ করে বিভিন্নস্থানে তাম্ব টেকে অস্থায়ী গোয়ালঘর তৈরি করে মজুদ রেখেছে। স্থানীয় লোকজন কোরবানি জন্য ডেইরি ফার্ম ও মৌসুমী ব্যবসায়ীদের মজুদ করে রাখা অস্থায়ী গোয়ালঘর থেকে গরু- মহিষ ক্রয় করে নিয়ে যাচ্ছেন। ক্রেতারা জানান, ৫০ হাজার টাকা দামের গরু ৭০- ৮০ হাজার টাকা দাম দিচ্ছেন। ব্যবসায়ীরা কম দামে গরু ছাড়ছেন না।

গরু ব্যবসায়ীরা জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু সংগ্রহ করে আনতে খরচ বেশি পড়ছে। তাই কম দামে ছাড়তে পারছি না। বুধবার বিকেলে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের চারাবটতল বাজার, হলদিয়া আমিরহাট ভট্টপাড়া মাঠের অস্থায়ী বাজার, বাগোয়ানে লাম্বুর হাট বাজার পরিদর্শনে দেখা যায়, এসব বাজারে প্রচুর গরু-মহিষ ও ছাগল বিক্রি করার জন্য নিয়ে আসছেন বিক্রেতারা। এই বাজারে বিক্রেতারা দুই-তিন লাখ টাকা দামের গরু এনেছে। ছোট ও মাঝারি সাইজের গরু এসেছে প্রচুর।বাজার কমিটি জানান,এই বাজারে প্রচুর গরু,মহিষ ও ছাগল বিক্রির জন্য নিয়ে আসা হলেও ক্রেতা- বিক্রেতা দর কষাকষিতে বিক্রি হয়েছে কম।

রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও বাজার কমিটির পরিচালক জসিম উদ্দিন চৌধুরী জানান, চারাবটতল বাজারে প্রতি বছর ঈদুল আযহার সময়ে বিশার মাঠ জুড়ে প্রচুর গরু- মহিষ ও ছাগলের বাজার বসে। এই বাজারে বেচাকেনা হয়ও প্রচুর পরিমান। এবার করোনার কারণে স্বাস্থ্য বিধি মেনে কোরবানির পশুর হাট বসানো হয়েছে। কোরবানীর পশুর হাটে পুলিশ বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করতেও দেখা যায়। তারা বাজার ঘুরে ঘুরে ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে চলার দিকনির্দেশনা দেন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল্ হারুন বলেন, রাউজানের বিভিন্ন কোরবানি পশুর হাটে স্বাস্থ্যববিধি মেনে গরু-ছাগল বেচাকেনা করতে মাঠে দেখে কাজ করে যাচ্ছি। তবে কোরবানির পরে গরুর বজ্য নিজ নিজ দায়িত্বে মাটির নিচে পুতে ফেলতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম