1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুরক্ষিত হলো সাম্প্রদায়িক সম্প্রীতি নিস্পতি হলো ভূমি বিরোধ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
টেকনাফে নাফ নদীতে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাঁশখালীতে ওলামা দলের দোয়া মাহফিল  সোনারগাঁয়ে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে সময়কে মূল্যায়নের আহ্বান প্রধান অতিথির সেন্টমার্টিনে নৌবাহিনীর অভিযানে মিয়ানমারগামী সিমেন্টের চালান জব্দ ৩০ মাঝিমাল্লা আটক চৌদ্দগ্রামে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার লাকসামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মামলা: বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি শহিদ সভাপতি ও খুরশীদ সাধারণ, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-কার্তুজসহ আটক ১ টেকনাফে মাদক কারবারি আব্দুল শুক্কুর ইয়াবাসহ আটক

সুরক্ষিত হলো সাম্প্রদায়িক সম্প্রীতি নিস্পতি হলো ভূমি বিরোধ

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৬৭ বার

নরসিংদীর সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নে ভূমি বিরোধ নিস্পত্তি ঙ নিরোসনে সুরক্ষিত হলো সাম্প্রদায়িক সম্প্রীতি নিরোসন হলো ভূমি বিরোধ।
শিলমান্দী ইউনিয়নের রাজাদীর ৮৮ শতাংশ জমি নিয়ে এিপক্ষীয় ভূমি বিরোধ চলে আসছিল এ্সিল্যান্ড মোঃ শাহ আলম মিয়া সুযোগ্য কর্ম দক্ষতায় ব্রক্ষপুএ নদের কোল ঘেঁষে শিলমান্দী ইউনিয়নের ভূমি অফিসের আওতাধীন শিলমান্দী মৌজার ( রাজাদী চিনিশপুর সংলগ্ন) ২,৩,৫,৭নং দাগের ৮৮ শতাংর্শ অর্পিত সম্পতি নিয়ে দীর্ঘ দিনের বিরোধের জটিলতার সুকৌশলে নিরোসন করেন।

এই সম্পত্তির লিজ গ্রহিতা ও তার ওয়ারিশগন একটি অংশে সন্নাসী সমাধী সৌধ, আবার কেউ কেউ বলে অর্চনার নির্মিত কালী মন্দীর, আরেক অংশে অঞ্জাত পাগলা বাবার আস্তানা এবং তার অপর প্রান্তে দরবার হযরত মাওলানা আলী জামে মসজিদ এি মূখি এ সমস্যার সমাধান স্থানীয় জনপ্রতিনিধি এলাকার গন্যমান্য ব্যাক্তিগনের উপস্থিতিতে অত্যান্ত দক্ষতা ও সাহসিকতার সহিত নায্যতা সু প্রতিষ্টিত করেন শাহ আলম মিয়া , আর এতে করে সাম্প্রদায়িক সহিংসতার পরিবর্তে সু রক্ষিত হলো সাম্প্রদায়িক সম্প্রীতি নিস্পতি হলো ভূমি বিরোধ , একই ইউনিয়নের ভূমি অফিসের আওতাধীন শাহ প্রতাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভূমি সরকারী হালট এবং তার সংলগ্ন ব্যাক্তি জোত মালিকানাগনের মধ্যে এি মূখি বিরোধ চলে আসছিল,, যার ফলে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের ব্যহত হয়, অন্যদিকে এলাকার মানুষের চলাচলে ও পয়নিস্কাষনে জন্য ড্রেনেজ তৈরীতে জটিলতা সৃষ্টি হয় যা স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার সুধীজনদের নিয়ে তিনপক্ষ কে ডেকে সর্বসম্মতিক্রমে বিরোধ নিস্পতি করা হয় । এরপর পাইকারচর ইউনিয়নের ভূমি অফিসের আওতাধীন বালাপুর বাজার ( মেঘনা বাজার) সংলগ্ন ৩১শতাংশ ব্যাক্তি জোতের সম্পত্তি মালিকানা নিয়ে দীর্ঘ দিনের বিরোধ জটিলতা নিরোসনে নায্যতা প্রতিষ্টা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন, উভয় পক্ষের শুনানী গ্রহন ও সরজমিনে পরিদর্শন পূর্বক নালিশা ভূমির মাপ জোপ করে এই ভূমি বিরোধ নিরোসন করেন সুযোগ্য সদর উপজেলা ভূমি এ্সিল্যান্ড শাহ আলম মিয়া।
এ সময় পাইকারচর ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন অতীতে এই উপজেলায় অনেক এ্যসিল্যান্ড কাজ করে গেলেও এমন কর্মদক্ষতা কেউ দেখাতে পারেনি, শাহ আলম মিয়া শুধু ভূমি বিরোধ নয়, প্রায় ২০০ কুটি টাকার সরকারী সম্পত্তি উদ্ধার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন যা থেকে সরকারের রাজস্ব খাত শক্তিশালী হবে।

তিনি নরসিংদী ভূমি ব্যবস্থাপনায় অামুল পরিবর্তন এনে দিয়েছে, যিনি সর্বক্ষন এই উপজেলার ভূমি সেবা প্রদান করে আসছেন যেখানে ভূমি অফিসে গিয়ে জনগন অহেতুক হয়রানীর শিকার হতো এখন আর সেই হয়রানী নেই জনগন যর্থা সময়ে তার সেবা পাচ্ছে ভূমি বিরোধ নিরোসনে শাহ আলম মিয়ার অগ্রণী ভূমিকা নরসিংদীর মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে, নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন ও সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার এর নির্দেশনায় সদর এসিল্যান্ড শাহ আলম মিয়া সুরক্ষিত করেন সাম্প্রদায়িক সম্প্রীতি নিস্পতি করেন ভূমি বিরোধ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net