রাউজান উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে রাউজান সরকারী কলেজ জামে মসজিদে ১১ আগষ্ট বুধবার বিকালে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম শাহ্ আলম চৌধুরী ,রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পৌর কাউন্সিলর কাজী ইকবাল, বশির উদ্দিন খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর জানে আলম জনি, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর শওকত হাসান, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, আওয়ামী লীগ নেতা তসলিম উদ্দিন, আব্দুল লতিফ,উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, যু্বলীগ নেতা সাবের হোসেন, ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন, বেলাল হোসেন সিফাত প্রমুখ। দোয়া মাহফিলে সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরীর রোগ মুক্তি কামনা করে মোনাজাত করেন রাউজান সরকারী কলেজ মসজিদের খতিব আল্লামা বোরহান কাদের।