1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে প্রতিবেশীর হামলায় আহত আ. লীগ নেতা আব্দুর রশিদ- হামলাকারী এখনো - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ জন রোহিঙ্গা আটক ধোপাছড়ির মানুষের দুঃখ দূর করবে কাঠের সেতুটি ৬ মাস পর ৬ লাখ টাকায় সংস্কার সন্দ্বীপে উপজেলা বিএনপি আহবায়ক এডভোকেট মো আবু তাহের সমর্থনে ধানের শীষের পক্ষে গণ সংযোগ চৌদ্দগ্রামে বর্ণমালা একাডেমিতে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত আল্লামা ইকবালের জন্ম বার্ষিকীতে ‘ইকবাল ও গণতন্ত্র‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের সাথে পুন্ড্র ইউনিভার্সি ও টিএমএস প্রতিষ্ঠানের সমঝোতা স্বাক্ষর পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার : অর্থ উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা পুরানা পল্টন সোসাইটির সচেতনতা র‍্যালি সফলভাবে সম্পন্ন সোনারগাঁয়ে জামায়াতের গণসংযোগে ইসলামী কল্যাণরাষ্ট্রের অঙ্গীকার

রাউজানে প্রতিবেশীর হামলায় আহত আ. লীগ নেতা আব্দুর রশিদ- হামলাকারী এখনো

শাহাদাত হোসেন,, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৯২ বার

চট্টগ্রামের রাউজান উপজেলার রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও ওয়ার্ড আ.লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ (৫০) কে প্রকাশ্যে দিবালোকে প্রতিবেশীরা হামলা করে। গত ২৫ জুলাই রবিবার দিবাগত ৮টার সময়ে রাউজান ইউনিয়নের শাহ্ নাতোয়ান বাগিচা বাজারে এই ঘটনা সংগঠিত হয়। ঘটনার ব্যাপারে আহত আ.লীগ নেতা আব্দুর রশিদ গত ২৭ জুলাই মঙ্গলবার রাউজান থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে প্রতিবেশী মাহাবুল আলমের পুত্র মোহাম্মদ জাহেদ, শাহা আলমের পুত্র রনি, সজিব, সাকিল সহ ৭জনকে আসামী করা হয় । আহত আ.লীগ নেতা আব্দুর রশিদ জানান, হামলাকারী প্রতিবেশীরা মাইক বিরোধী একটি ত্বরিকত্বের অনুসারী। আমার এলাকায় মাইক বিরোধী ত্বরিকতের অনুসারীদের একটি মার্দ্রাসা ও মসজিদ রয়েছে।

এলাকার মধ্যে মাইক দিয়ে যে সব মুসলমান ধর্মীয় ওয়াজ মাহফিল ও মসজিদে আযান দেয়। তাদের বিরুদ্ধে মাইক বিরোধীরা সবসময়ে বিভিন্ন ধরণের ফতোয়া দেয়। এলাকার কোন লোক মারা গেলে তাদের জানাজার নামাজে মাইক ব্যবহার করতে দেয় না মাইক বিরোধী ত্বরিকত পন্থীরা। কেউ জানাজায় অংশ নিতে পারে না মাইক বিরোধীদের ভয়ে। এছাড়াও কোন গরু, ছাগল, মুরগী জবাই করার সময়ে মাইক বিরোধী অনুসারী মাওলানাদের দিয়ে জবাই করতে হয়। এসব কারণে এলাকার লোকজনকে নিয়ে ২০ শতক জমি ক্রয় করে মাটি ভরাট করে মাইক দিয়ে ধর্মীয় অনুষ্টানের আয়োজনকারীরা ঐক্যবদ্ধ হয়ে আলাদা ভাবে হযরত আবু বক্কর সিদ্দিকি জামে মসজিদ, খানাকায়ে গাউছিয়া, তৈয়বীয়া কমপ্লেক্স নির্মাণ করছি। এ কারণে মাইক বিরোধীরা পরিকল্পিত ভাবে আমাকে প্রকাশ দিবালোকে ধারালো দা, লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করে।

হামলার ঘটনার পর আমার নামে ও হযরত আবু বক্কর সিদ্দিকি জামে মসজিদ, খানাকায়ে গাউছিয়া, তৈয়বীয়া কমপ্লেক্স নির্মান কমিটির সভাপতি ওমান প্রবাসী লায়ন সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ফেইসবুকে পেইক আইডি থেকে বিভিন্ন প্রকার হুমকি ও অপ্রচার চালিয়ে যাচ্ছে। আহত আ.লীগ নেতা আবদুর রসিদ আরো বলেন, আমার উপর হামলার ঘটনার ব্যাপারে রাউজান থানায় মামলা করা হলেও ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেপ্তার করেনি পুলিশ। এ ঘটনার ব্যাপারে মাইক বিরোধী অনুসারী মাওলানা ফজল আহম্মদ বলেন, কোন ত্বরিকতের দ্বন্দ্ব নিয়ে এই ঘটনা হয়নি। আ.লীগ নেতা আব্দুর রশিদের সাথে প্রতিবেশীদের ব্যক্তিগত দ্বন্দ্ব নিয়ে এই ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িত মোঃ জাহেদকে ফোন করে এ বিষয়ে জানতে চাইলে, তিনি ফোন রিসিফ করেনি। এ ব্যাপারে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল্ হারুন বলেন, আ.লীগ নেতা আব্দুর রশিদের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে । হামলার ঘটনার সাথে জড়িতরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net