1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে প্রতিবেশীর হামলায় আহত আ. লীগ নেতা আব্দুর রশিদ- হামলাকারী এখনো - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাম্য হত্যা: বিভিন্ন দাবিতে শাহবাগ থানা ঘেরাও শিক্ষার্থীদের ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন স্পেনের ভোরের কাগজ এর স্বৈরাচারের দোসরদের তালিকা -পর্ব-৩ বিএনপি চাঁদাবাজি-দখলবাজির মধ্যে নেই : মির্জা আব্বাস তীব্র দাবদাহে পিপাসার্ত মানুষের মধ্যে হক কমিটির  শরবত বিতরণ নকলায় মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত রাজধানীর ৯ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ বন্যা নিয়ন্ত্রণে ৩৩০০ কোটি টাকার ঋণ অনুমোদন করলো বিশ্বব্যাংক খুটাখালী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবক সমাবেশ হত্যা মামলার আসামী আওয়ামী লীগের  চেয়ারম্যানকে বিএনপি সমর্থিত মেম্বারদের ফুল দিয়ে বরণের অভিযোগ

রাউজানে প্রতিবেশীর হামলায় আহত আ. লীগ নেতা আব্দুর রশিদ- হামলাকারী এখনো

শাহাদাত হোসেন,, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৪৯ বার

চট্টগ্রামের রাউজান উপজেলার রাউজান ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও ওয়ার্ড আ.লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ (৫০) কে প্রকাশ্যে দিবালোকে প্রতিবেশীরা হামলা করে। গত ২৫ জুলাই রবিবার দিবাগত ৮টার সময়ে রাউজান ইউনিয়নের শাহ্ নাতোয়ান বাগিচা বাজারে এই ঘটনা সংগঠিত হয়। ঘটনার ব্যাপারে আহত আ.লীগ নেতা আব্দুর রশিদ গত ২৭ জুলাই মঙ্গলবার রাউজান থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে প্রতিবেশী মাহাবুল আলমের পুত্র মোহাম্মদ জাহেদ, শাহা আলমের পুত্র রনি, সজিব, সাকিল সহ ৭জনকে আসামী করা হয় । আহত আ.লীগ নেতা আব্দুর রশিদ জানান, হামলাকারী প্রতিবেশীরা মাইক বিরোধী একটি ত্বরিকত্বের অনুসারী। আমার এলাকায় মাইক বিরোধী ত্বরিকতের অনুসারীদের একটি মার্দ্রাসা ও মসজিদ রয়েছে।

এলাকার মধ্যে মাইক দিয়ে যে সব মুসলমান ধর্মীয় ওয়াজ মাহফিল ও মসজিদে আযান দেয়। তাদের বিরুদ্ধে মাইক বিরোধীরা সবসময়ে বিভিন্ন ধরণের ফতোয়া দেয়। এলাকার কোন লোক মারা গেলে তাদের জানাজার নামাজে মাইক ব্যবহার করতে দেয় না মাইক বিরোধী ত্বরিকত পন্থীরা। কেউ জানাজায় অংশ নিতে পারে না মাইক বিরোধীদের ভয়ে। এছাড়াও কোন গরু, ছাগল, মুরগী জবাই করার সময়ে মাইক বিরোধী অনুসারী মাওলানাদের দিয়ে জবাই করতে হয়। এসব কারণে এলাকার লোকজনকে নিয়ে ২০ শতক জমি ক্রয় করে মাটি ভরাট করে মাইক দিয়ে ধর্মীয় অনুষ্টানের আয়োজনকারীরা ঐক্যবদ্ধ হয়ে আলাদা ভাবে হযরত আবু বক্কর সিদ্দিকি জামে মসজিদ, খানাকায়ে গাউছিয়া, তৈয়বীয়া কমপ্লেক্স নির্মাণ করছি। এ কারণে মাইক বিরোধীরা পরিকল্পিত ভাবে আমাকে প্রকাশ দিবালোকে ধারালো দা, লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করে।

হামলার ঘটনার পর আমার নামে ও হযরত আবু বক্কর সিদ্দিকি জামে মসজিদ, খানাকায়ে গাউছিয়া, তৈয়বীয়া কমপ্লেক্স নির্মান কমিটির সভাপতি ওমান প্রবাসী লায়ন সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ফেইসবুকে পেইক আইডি থেকে বিভিন্ন প্রকার হুমকি ও অপ্রচার চালিয়ে যাচ্ছে। আহত আ.লীগ নেতা আবদুর রসিদ আরো বলেন, আমার উপর হামলার ঘটনার ব্যাপারে রাউজান থানায় মামলা করা হলেও ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেপ্তার করেনি পুলিশ। এ ঘটনার ব্যাপারে মাইক বিরোধী অনুসারী মাওলানা ফজল আহম্মদ বলেন, কোন ত্বরিকতের দ্বন্দ্ব নিয়ে এই ঘটনা হয়নি। আ.লীগ নেতা আব্দুর রশিদের সাথে প্রতিবেশীদের ব্যক্তিগত দ্বন্দ্ব নিয়ে এই ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িত মোঃ জাহেদকে ফোন করে এ বিষয়ে জানতে চাইলে, তিনি ফোন রিসিফ করেনি। এ ব্যাপারে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল্ হারুন বলেন, আ.লীগ নেতা আব্দুর রশিদের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে । হামলার ঘটনার সাথে জড়িতরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net