1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয়ে ৮৪ শিক্ষকের পদ শূন্য - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাষ্ট্রের সুরক্ষায় প্রয়োজন উপযুক্ত শিক্ষাব্যবস্থা : তারেক রহমান নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই : প্রেসসচিব ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল; ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদা ক্যাশলেস বাংলাদেশ: ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় চট্টগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য র‍্যলা, সেমিনার ও স্টল প্রদর্শন ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ছে ১৫ শতাংশ দেশ রূপান্তর’র কুমিল্লা প্রতিনিধি দুলাল মিয়ার পিতার ইন্তেকাল ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন- মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে শতাব্দীর পর শতাব্দী আলোচিত হবে জুলাই শহীদদের গল্প: মাহমুদুর রহমান

শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয়ে ৮৪ শিক্ষকের পদ শূন্য

মোঃ ফজলে মমিন, শ্রীপুর (গাজীপুর) থেকে
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ২৩৪ বার

গাজীপুরের শ্রীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৪টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে ১৪ জন প্রধান শিক্ষক এবং ৭০ জন সহকারী শিক্ষক। দীর্ঘদিনেও এসব পদে শিক্ষক নিয়োগ না দেওয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকরা পালন করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠ দানের পর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হিমশিম খাচ্ছেন।

সূত্র মতে, উপজেলায় নতুন জাতীয়করণ হওয়া প্রাথমিক বিদ্যলয়সহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৬৬টি। অধ্যয়নরত আছে ৩৬ হাজার ৭৮০ জন শিক্ষার্থী। বিদ্যালয়গুলোয় অনুমোদিত প্রধান শিক্ষকের পদের সংখ্যা ১৬৬টি। সহকারী শিক্ষকের পদের সংখ্যা রয়েছে ৯৫৩টি। ১৪টি বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়গুলো হয়ে পড়েছে অভিভাবকহীন। একইসঙ্গে ৭০ জন সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে। বর্তমানে কর্মরত আছেন ৮৭৩ জন সহকারী শিক্ষক।
বিভিন্ন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শিক্ষকরা জানান, প্রতিদিন শিক্ষকরা ৭-৮টি ক্লাস নিয়ে থাকেন। সহকারী শিক্ষক হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হয়। দুটি দায়িত্ব পালন করার কারণে অনেক ক্ষেত্রেই ব্যাহত হয় পাঠদান।

সূত্র মতে, জেলায় নিয়োগ না পাওয়া দুই শতাধিক প্যানেলভুক্ত শিক্ষক রয়েছেন। শূন্যপদে এসব শিক্ষক থেকে নিয়োগ দেওয়া হলে শিক্ষক সংকট কমে যাবে এমনটাই ধারণা সংশ্লিষ্টদের।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন জানান, শূন্যপদে শিক্ষক নিয়োগের বিষয়টি মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত হয়েছে। অবিলম্বে শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net