বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ তথা হালদা নদীতে অভিযান পরিচালনা করেছে আজ হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর।
এসময় প্রায় ৫ হাজার মিটার অবৈধ জাল ও ১৫ টি ছোট বড়শি জব্দ করা হয়েছে। হালদা নদীর হাটহাজারী উপজেলার ছিপাতলী’র অংশ হতে কালুরঘাট মোহনা পর্যন্ত প্রায় ৭ঘন্টাব্যাপী পরিচালিত এই অভিযানে একটি কারেন্ট জালে ২ টি বড়ো আইড় মাছও ধরা পড়ে।
উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিকেলে নির্বাহী অফিসার শাহিদুল আলম, সহকারি কমিশনার (ভূমি) আবু রায়হান এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা রনি উদ্ধারকৃত মাছগুলো স্থানীয় একটি এতিম খানায় হস্তান্তর করে দেন।
অভিযানে সহযোগিতার জন্য রামদাশ হাট নৌ পুলিশ ইনচার্জ আশরাফুল ইসলাম, আইডিএফ হালদা প্রকল্প ও আনসার সদস্যদের ধন্যবাদ জানিয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা রনি বলেন- হালদা আমাদের জাতীয় সম্পদ, এটি এবং এর জীব-বৈচিত্র রক্ষায় সরকারি নির্দেশনা মতে ইউএনও স্যারের নির্দেশনায় উপজেলা মৎস্য অফিস সদা প্রস্তুত।’