‘বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও’ এই শ্লোগানকে সামনে রেখে সাভারে পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস।
শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে সাভার বাজার বাসস্ট্যান্ডের রানা প্লাজার সামনে থেকে সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার ব্যানারে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিন করে সাভার পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। পরে পৌর ভবনের সামনে ব্যক্তব্য রাখে সাভার নগরিক কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নঈম। এর আগে রানাপ্লাজার সামনে মানবাধিকার দিবসের গুরুত্ব তুলেধরে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমা। র্যালির পর পৌর অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। এছাড়াও গুণীজ ও বিভিন্ন সংগঠনকে সস্মাননা স্মারক প্রদান করা হয়।
আলোচনা সভায় সামাজিক ও আইনী বিষয়ক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান জেএইচ রানার সভাপতিত্বে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ বাশার, আওয়ামীলীগ নেতা সাগর সাহা, ব্যবসায়ী, দিপক সাহাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবরিনা আনোয়ার।
উল্লেখ্য, ১৯৫০ সাল থেকে প্রতি বছর বিশ্বের সব দেশে দিবসটি পালিত হয়ে আসছে। জাতিসংঘের সাধারণ পরিষদ দিবসটি পালন করে ১৯৪৮ সাল থেকে।