1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার ৩ গ্রামে সংঘর্ষে আওয়ামী লীগ নেতার বাড়িসহ ৪০টি বাড়ি ভাংচুর! আটক-৮ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পোকখালী উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের যাত্রা শুরু চৌদ্দগ্রামে মরকটা মাদরাসার শিক্ষক ইব্রাহিম মজুমদার এর রাজকীয় বিদায় ঈদগাঁওয়ে হাজেরা-নুর ফাউন্ডেশন মেধাবৃত্তি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলে নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এখনো প্রস্তুত হয়নি ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল সরকার নিবন্ধন পেলো এনসিপিসহ তিন রাজনৈতিক দল নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ৭ম দিনের আপিল শুনানি চলছে রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৮ ডিসেম্বর ২৩৭ আসনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি

মাগুরার ৩ গ্রামে সংঘর্ষে আওয়ামী লীগ নেতার বাড়িসহ ৪০টি বাড়ি ভাংচুর! আটক-৮

মােঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৬২ বার

মাগুরার শ্রীপুর উপজলার চর-গোয়ালপাড়া ও সাহেবপাড়া ও বাগবাড়িয়া গ্রামে বুধবার দিনব্যাপি সামাজিক দলাদলি ও সদ্যসমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে জয়-পরাজয়কে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগর সভাপতি বদিয়ার রহমান মন্ডলের বাড়িসহ তার কমপক্ষে ৪০টি বাড়ি-ঘরে ব্যাপক ভাঙচুর চালানা হয়ছ। এ সময় ঘরের আসবাবপত্র-টাকা পয়সা লুটপাটের ঘটনা ঘটে । শেষ খবর পাওয়া পর্যন্ত খন্ড খন্ড সংঘর্ষ চলছিলো।
শ্রীপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগর সভাপতি বদিয়ার রহমান জানান, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন ৩ নং ওয়ার্ডের পরাজিত মেম্বারপ্রাথী মন্নু মন্ডল ও তার সহযোগী সিরাজ মন্ডলের- সমর্থকরা একজাট হয়ে এই হামলা চালিয়েছে। বেলা ১টার দিকে সিরাজ মন্ডল এবং মন্নু মন্ডলের নেতৃত্বে আমার সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করা হয় । আমি থানায় ফোন করলে পুলিশ এসে পরিস্থিতি তখন নিয়ণ্ত্রে আনে। কিন্তু এরপর আবার বেলা আড়াইটার দিকে পার্শ্ববর্তী তিন গ্রাম থেক লোক এনে আমার সমর্থকদের কমপক্ষে ৪০টি বাড়িঘরে ভাঙচুর চালানা হয়।

তিনি আক্ষেপ করে বলেন, ৩৭ বছর ধরে আওয়ামী লীগর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমরা এলাকায় গন্ডগোল চাই না। অথচ বিএনপি’র লোকজন একজোট হয়ে আমাদর আওয়ামী লীগর লোকজনের বাড়ি-ঘরই ভেঙ্গে দিলো!।
খোঁজ নিয়ে জানা গেছে, বেলা বারটার দিকে বদিয়ার মন্ডলের প্রতিপক্ষ জাহাঙ্গীর হোসেন শ্রীপুর থেকর মােটরসাইকেলযোগে সাহেবপাড়া গ্রামের নিজ বাড়িত আসার পথ চর গায়ালপাড়া কবরস্থান এলাকায় পৌঁছালে সেখানে বদিয়ার মন্ডলের সমর্থকরা তাকে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতাল ভর্তি করা হয়। সেখান তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকায় পাঠানা হয়েছে বলে জানা গেছে ।
সরজমিনে তিনটি গ্রাম ঘুর দেখা গেছে অধিকাংশ ঘরের টিনের বেড়া রামদা দিয়ে কুপিয়ে ছিন্ন ভিন্ন করা হয়েছে। এ সময় এলাকায় কােনো পুরুষ লোকদের দেখা পাওয়া যায়নি। শুধুমাত্র মহিলারাই তাদের বাড়িতে অবস্থান করছেন। তবে ঘটনাকে কেন্দ্র করে পুলিশের আনাগােনা ছিল চাখে পড়ার মতো। সংঘর্ষ চলাকাল রােকেয়া বেগম নামে এক মহিলা আহত হয়েছেন বলে জানা গেছে। প্রাপ্ত তথ্য জানা গেছে, ইরান বিশ্বাস, মাহবুব মন্ডল, হাবিব মন্ডল, সুলতান বিশ্বাস, আমিরুল, আউয়াল, নবজল, সোহেল, রুবেল, মাহমুদ বিশ্বাস, মহাবুব, উজির শেখ, আমিরুল শেখ, সাইদুল শেখ, আসাদুল শেখ, সুলতানের বাড়ি সহ ৪০ টি বাড়িতে কম-বেশি ভাঙচুর করা হয়েছে। তবে এ ঘটনায় রােকেয়া বেগম ছাড়া তেমন কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

মতামত জানতে অভিযুক্ত মন্নু মন্ডল ও সিরাজ মন্ডল- এর বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। এ সময় তাদের বাড়িতে কোনো মহিলা লােকজনের ও দেখা মেলেনি।
এদিকে বিকেল সােয়া ৫ টার দিকে ঘটনা¯ পরিদর্শন আসেন মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) কামরুল হাসান। ঘটনার বিষয় জানতে চাইল তিনি বলন, এই মুহূর্ত অফিসিয়াল কােনো কমেন্ট করতে পারছি না। তবে মাগুরা থেকে অতিরিক্ত পুলিশ এনে এখানে মােতায়েন করা হয়েছে।

প্রথম বেলা ১টার দিকে এবং পরে বিকেল আড়াইটার দিকে দু’দফা এ হামলায় পরিস্থিতি নিয়ন্ত্রে আনতে শ্রীপুর থানা পুলিশ প্রথম হিমশিম খায়। পর মাগুরা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন এ ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net