1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় উদ্ধার হওয়া মেছো বাঘ অবশেষে বনবিভাগের নিকট হস্তান্তর - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

মাগুরায় উদ্ধার হওয়া মেছো বাঘ অবশেষে বনবিভাগের নিকট হস্তান্তর

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৮৩ বার

মাগুরার শ্রীপুর উপজেলার চৌগাছী গ্রাম থেকে উদ্ধার হওয়া মেছো বাঘটিকে অবশেষে মাগুরা জেলা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৭ ফে্ব্রুয়ারী রবিবার রাত ৮টার দিকে দারিয়াপুর ইউনিয়ন পরিষদ থেকে মেছো বাঘটিকে হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, মাগুরা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা তপনেন্দ্রনাথ সরকার, মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মুস্তাফিজুর রহমান, দারিয়াপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাজেদুর রহমান শিমুল, মাগুরা বন বিভাগের কর্মচারী আকবর আলীসহ অন্যরা।

মাগুরা বন্যপ্রানী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কমিটির সভাপতি মো. সাইফুল্লাহ বলেন, রোববার বেলা ১১টার দিকে স্থানীয়রা মেছো বাঘটিকে উদ্ধার করে। এ প্রাণীগুলো এখন বিলুপ্ত প্রায়। এদের সংরক্ষণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

২৮ ফেব্রুয়ারী সোমবার মাগুরা বন বিভাগের ভারপ্রাপ্ত (রেঞ্জ) কর্মকর্তা তপনেন্দ্রনাথ সরকার জানান দিনে দিনে বিলুপ্ত প্রায় এই প্রাণীগুলো। এদের সংরক্ষণের দায়িত্ব আমাদের। প্রাণিটিকে চিকিৎসা দেওয়ায় এখন অনেকটাই সুস্থ রয়েছে। খুলনা থেকে বন বিভাগের কর্মকর্তা এসে মেছো বাঘটি নিয়ে যাবেন বলে তাঁরা আমাদেরকে নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net