চকরিয়া উপজেলার খুটাখালীতে সিফাত ইসতিহাদ নিহাল নামের এক এসএসসি পরীক্ষার্থী একই স্কুলের দশম শ্রেনীর শিক্ষার্থীদের হাতে মারধরের শিকার হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গতকাল সোমবার কিশলয় স্কুল চত্বরে এ কর্মসূচি পালন করে ছাত্রছাত্রীরা। মানববন্ধন কর্মসূচিতে ছাত্র-শিক্ষক-অভিভাবক ও স্থানীয় বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র শিক্ষক নুরুল কবির, মুমিনুল হক চৌধুরী মামুন, আবু বক্কর, মিজানুর রহমান ও নিহালের পিতা নুরুল আবছার হেলালী। তারা ঘটনার সুষ্ট তদন্তপুর্বক ব্যবস্থা নেয়ার দাবী জানান।
মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা অবিলম্বে নিহালকে যারা মারধর করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। তাদের দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুমকি দেয় ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
উল্লেখ্য, স্কুলের একটি অনুষ্টানের ভিডিও ফেসবুকে পোষ্ট দেয়াকে কেন্দ্র করে সিফাত ইসতিশাদ নিহালকে স্কুলের একদল শিক্ষার্থী গত শনিবার মেরে রক্তাক্ত করে। স্কুল চলাকালীন সময়ে দশম শ্রেনীর একদল শিক্ষার্থী স্কুল হলে তাকে নির্যাতন করে। এতে ওই শিক্ষার্থীর শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম এবং নাকে ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় নিহালের পিতা বাদী হয়ে চকরিয়া থানায় লিখিত এজহার দায়ের করেছেন।