রাউজানের জনগুরুত্বপূর্ণ ডাবুয়া খালে পানি সংকটে বিপাকে পড়েছে কয়েক’শ কৃষক।এই ডাবুয়া খালের দুই পাড়ে এলাকার কয়েক’শ কৃষক সবজি ক্ষেত ও বোরো ধানের চাষাবাদ করেছেন। উজান থেকে নেমে আসা খালের পানি সেচের মাধ্যমে ব্যবহার করে শুস্ক মৌসুমে সবজি ক্ষেত ও বোরো ধানের চাষাবাদ করেন এই অঞ্চলের কৃষকেরা। উৎপাদিত সবজি হাট-বাজারে বিক্রি করে যে টাকা আয় হয়,তা দিয়ে পরিবার পরিজন নিয়ে স্বাছন্দে জীবন যাপন করে কৃষকেরা।জানা যায়,গত ১৫ দিন থেকে ডাবুয়া খালে উজান থেকে পানি না আসায় পুর্ব ডাবুয়া, রোয়াইঙ্গা বিল,কেয়কদাইর, রামনাথ পাড়া,হাসান খীল,পাঠান পাড়া,চিকদাইর, সন্দ্বীপ পাড়া, ক্ষেত্রপাল,সুলতানপুর কাজী পাড়া, পশ্চিম সুলতান পুর, ইদিলপুর ১হাজার একরের বেশী সবজি ক্ষেতে ও বোরো ধানের রোপন করা চারা মরে যাচ্ছে।
সরজিমনে পরিদর্শনকালে ১৫’শ কিলোমিটার জুড়ে ডাবুয়া খালের দুই পাড়ে কয়েক’শ কৃষক ১হাজার একরের বেশী হেক্টর জমিতে চাষাবাদ করা সবজি ক্ষেত ও বোরো ধানের চারায় সেচের পানি দিতে পারছেনা এমন দৃশ্য দেখা যায়কৃষক মাহাবুল আলম বলেন,পাহাড়ী এলাকায় গড়ে উঠা কয়েকটি ইটের ভাটায় ডাবুয়া খালে বাধ দিয়ে উজান থেকে আসা পানি আটকিয়ে ইট তৈয়ারীর কাজে পানি ব্যবহার করায় নিচু এলাকায় পানি না আসায় কৃষকের সবজি ক্ষেত সেচের পানির অভাবে মরে যাচ্ছে।এ ব্যাপারে রাউজান উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেনকে কাছে জানতে চাইলে তিনি বলেন, ডাবুয়া খালে উজানে খালে বাধ দিয়ে পানি আটক করে নিচু এলাকায় পানি নামতে না দিলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের বলেন বিষয়টি আমি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহন করবো।