‘সঠিক পুষ্টিতে সুস্থ জীবন’-এ প্রতিবাদ্যকে সামনে রেখে চৌদ্দগ্রামে আলোচনা সভা ও ফিতা কেটে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ পালিত হয়েছে।
রবিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপুর সভাপতিত্বে ও আরএমও ডা. উম্মে কুলসুম স্মৃতির পরিচালনা এ সময় বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন, সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আমির হোসেন প্রমুখ।