রাউজানে কম্বাইন হারভেষ্টার মেশিন দিয়ে ধান কাটা শুরু হয়েছে।২৭ এপ্রিল বুধবার পৌরসভা এলাকার ছত্রপাড়ায় আমন শস্য কর্তন উদ্বোধন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। বক্তব্য রাখেন রাউজান উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইমরান হোসাইন।এ সময় রাউজান উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীল, যুবলীগ নেতা সাবের হেসেন,সবুজ দে ভানু, ছাত্রলীগ নেতা নাছির উদ্দীন, ফয়সাল মাহামুদ, কৃষক শাহজাহান সহ উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, রাউজানে দুইটি ধান কাটার কম্বাইন হারভেষ্টার মেশিন প্রদান করা হয়।সরকার প্রতিটি মেশিনের জন্য ১৪ লাখ টাকা ভুর্তকি দিচ্ছে। প্রথম পর্যায়ে ৪ লাখ টাকা কৃষককে দিতে হয়েছে । অবশিষ্ট ১৫ লাখ টাকা কৃষক কিস্তির মাধ্যমে এক বছরের মধ্যে পরিশোধ করতে হবে কৃষকদের।