ঠিক ইফতারের ২৫ মিনিট আগে থেকে মহাসড়কের এক পাশে একটি টেবিলে সাজানো থাকে রোজাদারদের জন্য ইফতারের প্যাকেট।ইফতার সামগ্রী হিসেবে একটি সাদা প্লাস্টিকের বক্সে দেওয়া হয়, মিনারেল পানি, খেজুর, ছোলা, পেঁয়াজু, বেগুনী, চপ, তরমুজ, মুড়ি, জিলাপি। ইফতারের সময় ঘনিয়ে আসায় হোটেলের মালিক ও কর্মচারীরা হাত দিয়ে মহাসড়কে চলাচলরত গাড়ী ও পথচারীদের থামিয়ে রোজাদারদের মাঝে বিতরণ করছেন ইফতার। দিনের সময়ের শেষ মূহুর্তে ইফতারের প্যাকেট পেয়ে খুশি রোজাদাররা। ইফতারি পেয়ে সিএনজি অটোরিকশার যাত্রী মুহাম্মদ জসীম উদ্দিন বলেন, ইফতারের সময় ঘনিয়ে আসায় বাসায় গিয়ে পৌঁছাতে পারবো কিনা চিন্তিত ছিলাম। যাওয়ার পথে হঠাৎ দেখি কিছু লোক গাড়ি থামিয়ে সবাইকে ইফতারের প্যাকেট দিচ্ছেন। পরে বুঝলাম এটা হাইওয়ে হোটেল থেকে রোজাদারদের জন্য দেওয়া হয়েছে। এমন মহতী উদ্যোগকে ধন্যবাদ জানাই।
(২৩ এপ্রিল) শনিবার সন্ধ্যার আগে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া মাদারবাড়ি এলাকায় মহাসড়কে রোড ভিউ নামের একটি হাইওয়ে রেস্টুরেন্টের সামনে সরেজমিনে গেলে এমন মহতী উদ্যোগটি চোখে পড়ে।
ব্যস্ত এই মহাসড়কে অনেকে সময় মতো গন্তব্যে পৌঁছতে পারেন না। পবিত্র মাহে রমজানের শুরু থেকে সড়কে চলাচলরত রোজাদারদের মাঝে ইফতার বিতরণের ব্যতিক্রম আয়োজনটি করে আসছেন হোটেলটির মালিক শামশুল ইসলাম। এমন ব্যতিক্রমী উদ্যোগের বিষয়ে রোড ভিউ হোটেলের চেয়ারম্যান শামশুল ইসলাম
বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাতায়াতকারী অনেক যাত্রী ও চালক রোজাদাররা বিভিন্ন ব্যস্ত বাজারে যানজটে আটকে ঠিক মতো গন্তব্যে পৌঁছাতে পারেনা। তাদের জন্য প্রতিদিন বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ করে থাকি। এটি শুরুতে ৫০টি প্যাকেট দিয়ে ইফতার বিতরন করলেও পরে কেরানীহাট পদুয়াসহ বিভিন্ন বাজারে মিনি ট্রাক দিয়ে চার শত রোজাদারকে ইফতার দেওয়া হয়। শেষ রমজান পর্যন্ত এই সেবা চলবে। প্রতিদিন এভাবে কয়েক শতাধিক মানুষকে ইফতারি দেওয়া হয়। এছাড়া আমার ব্যক্তিগত তহবিল থেকে কেঁওচিয়া ইউনিয়নের দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।
হোটেলটির স্বত্বাধিকারী আবদুল আলম জানান, হাইওয়ে সড়কে যাতায়াতকারী অনেক চালক ও যাত্রী নিজ গন্তব্যে ইফতারের আগে পৌঁছাতে পারেনা। তাদের কথা চিন্তা করে সওয়াবের উদ্দেশ্য হোটেলের পক্ষ থেকে পুরো রমজান মাস জুড়ে মহাসড়কে চলাচলরত রোজাদারদের মাঝে নিয়মিত ইফতার বিতরণ করা হয়।