ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নবনির্বাচিত কল্যাণ সম্পাদক জাফরুল আলমকে সংবর্ধনা দিলো ঢাকা জেলা প্রেস ক্লাব।
শনিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা জেলা কেরানীগঞ্জ মডেল থানায় অবস্থিত ঢাকা জেলা প্রেসক্লাব এর উদ্যোগে সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রেস ক্লাবের সভাপতি এইচ এম আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপদেষ্টা মোস্তাফিজুর রহমান মোস্তাক।
অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংবাদ সবসময় বিডি ডটকমের সম্পাদক মো. ইমরান হোসেন ইমু, এশিয়ান টিভির কেরানীগঞ্জ প্রতিনিধি টিটু আহম্মেদ, আনন্দ টিভির কেরানীগঞ্জ প্রতিনিধি আশিক নূর, বনি আমিন, শাহালম সাগর, এমিলি প্রমুখ। এ সময় ঢাকা জেলা প্রেস ক্লাব এর পক্ষ থেকে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করেন প্রেস ক্লাব কর্তৃপক্ষ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সাংবাদিক আবু বক্কর।
অনুষ্ঠান পরবর্তী কেরানীগঞ্জ কদমতলীতে অবস্থিত সংবাদ সবসময়বিডি ডটকমের পক্ষ থেকে নবনির্বাচিত কল্যাণ সম্পাদককে দ্বিতীয় দফায় সংবর্ধনা দেন প্রতিষ্ঠানের সম্পাদক ইমরান হোসেন ইমু।