বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজের তথা হালদা নদীর নিরাপত্তা এবং জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় ডিম সংগ্রহকারীদের সাথে নৌ পুলিশের এক মতবিনিময় সভা হালদা নদীর পাড়ে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা রামদাস মুন্সির হাট এলাকায় অনুষ্ঠিত হয়েছে আজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (নৌ পুলিশ) মো. শফিকুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন- নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের এসপি মো. মমিনুল ইসলাম ভূঁইয়া পিপিএম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি ও হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. মনজুরুল কিবরিয়া, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম, সহকারী পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) শাহাদাত হোসেন, আইডিএফ এর প্রতিষ্ঠাতা সদস্য প্রফেসর শহিদুল আমিন চৌধুরী, নৌ পুলিশ সদর থানার ওসি এবিএম মিজানুর রহমান, হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম, উত্তর মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহেদ এবং স্থানীয় ইউপি সদস্য এবং বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন।