পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রামগড় উপজেলা শাখার উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে হতদরিদ্র পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী তুলে দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আলমগীর কবির।
এসময় কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবু তাহের, কোষাধ্যক্ষ ও খাগড়াছড়ি জেলা কমিটির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার লোকমান হোসেন, কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মো. নিজাম উদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুর হোসেন, রামগড় উপজেলার নেতা মোস্তাফিজুর রহমান, মোশারফ হোসেন সহ উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহাসচিব বলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পার্বত্য এলাকায় বসবাসরত অসহায়দের পাশে আছে এবং থাকবে। তিনি সামর্থবানদেরকেও অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।