রাউজান উপজেলা সদরের জলিল নগর বাস ষ্টেশন থেকে শুরু হয়ে সাহেব বিবি সড়কের দু”পাশে রোপন করা বড় আকাশমনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন সাহেব বিবি সড়কের পাশে কয়েকটি আকাশমণি গাছ মরে যাওয়া নামে জিবিত গাছ ৭নং রাউজান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মোজ্জামেল হক খোকন কেটে নিয়েছেন বলে জানান স্থানীয়রা।এতে ২০টি বড় সাইজের আকাশমণী গাছ কেটে নিয়ে যায়। এরমধ্যে ৫টি গাছ মারা গাছ।১৫টি গাছ জিবিত ছিল বলে স্থানীয়দের অভিযোগ।রাউজানের পশ্চিম রাউজান হরিশ খানপাড়া এলাকার বাসিন্দা চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সভাপতি, রাউজান জলিল নগর ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ হোসেন কোম্পানী অভিযোগ করে বলেন, সাহেব বিবি সড়কের পাশে রোপন করা বৃক্ষ এলাকার বাসিন্দারা রোপন করেছেন।
রোপন করা গাছ মারা গেলেও সংশ্লিষ্ট কতৃপক্ষের অনুমতি নিয়ে কাটার নিয়ম রয়েছে। মরে যাওয়া সড়কের পাশে গাছ কাটার নাম দিয়ে সড়কের জিবিত গাছও কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় মেম্বার মোজ্জামেল হক খোকন। এ ব্যাপারে স্থানীয় মেম্বার মোজ্জামেল হক খোকনকে ফোন করে জানতে চাইলে তিনি বলেন, সড়কের পাশে মরে যাওয়া গাছগুলো কেটে গাছ বিক্রয় করে যে টাকা পাব ঐ টাকা এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানে দিয়ে দেব।গাছ কাটার বিষয়ে কোন অনুমতি নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি সংশ্লিষ্ট বিভাগ থেকে কোন অনুমতি নেয়নি বলে জানান।এ ব্যাপারে চট্টগ্রাম উত্তর বন বিভাগের ইছামতি রেঞ্জ এর আওতাধিন রাউজান ঢালারমুখ বন বিভাগের ষ্টেশন অফিসার আইয়ুব আলী মন্ডল বলেন, সড়কের পাশ থেকে গাছ কাটার কোনো অনুমতি আমার কাছ থেকে নেয়নি।সংবাদ পেয়ে আমি মেম্বার মোজ্জামেল হক খোকনকে ফোন করলে তিনি সড়কের পাশ থেকে মরে যাওয়া গাছ কেটে নিয়ে যাচ্ছে বলে জানান।