1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার'র নবনির্বাচিত সভাপতি মির্জা মিশকাতের রহমান ও সাধারণ সম্পাদক সৈকত চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থবছর শেষ হওয়ার আগেই সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড দুর্নীতির মামলায় ডা. জুবাইদা রহমানকে আপিলের অনুমতি সারাদেশে এনআইডি সেবা সাময়িকভাবে বন্ধ নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি চলছে ঢাকাস্থ সুবিদপুর কল্যান সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত সাবেক এমপি মমতাজ গ্রেফতার আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব চন্দনাইশে দাবদাহ ঘন ঘন লোডশেডিং অতিষ্ট সাধারণ মানুষ মাগুরায় আওয়ামী লীগ এর সকল কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জামায়াতের শুকরানা মিছিল চট্টগ্রাম চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া বুলার তালুক এলাকার বিশিষ্ট সমাজসেবক, বিএনপি নেতা আবুল বশর ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে….রাজেউন)

স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার’র নবনির্বাচিত সভাপতি মির্জা মিশকাতের রহমান ও সাধারণ সম্পাদক সৈকত চৌধুরী

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২১ মে, ২০২২
  • ২৮১ বার

মীরসরাইয়ের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন ২০ মে শুক্রবার মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সদ্য বিদায়ী কার্যকরি পরিষদের সভাপতি মহিবুল হাসান সজীব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত চৌধুরীর সঞ্চালনায় সভায় গঠিত দুই বছর মেয়াদী একুশ সদস্য বিশিষ্ট নবীন কার্যকরি পরিষদ (২০২২-২০২৪) এর সদস্যরা হলেন মির্জা মিশকাতের রহমান- সভাপতি, আবদুল্লাহ আল নোমান রাজু-সিনিয়র সহ সভাপতি, রিপন কুমার দাশ-সহ সভাপতি, সৈকত চৌধুরী-সাধারণ সম্পাদক, মো. আকবর হোসেন- সহ সাধারণ সম্পাদক, নাঈমুল হাসান-সাংগঠনিক সম্পাদক, আলী হায়দার চৌধুরী- সহ সাংগঠনিক সম্পাদক, আবদুল্লাহ আল মাহমুদ-অর্থ সম্পাদক, মো. আলাউদ্দীন- সহ অর্থ সম্পাদক, রিয়াজ উদ্দীন রাকিব-দপ্তর সম্পাদক, ইমতিয়াজ বাবু- সহ দপ্তর সম্পাদক, সাজিদ উল্যাহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক, অন্তু কুমার পাল-পাঠাগার সম্পাদক, ইমন চৌধুরী- পরিকল্পনা ও সমাজকল্যাণ সম্পাদক, অমিত হাসান- শিক্ষা ও সাহিত্য সম্পাদক, মোহাম্মদ আরিফ হোসেন- ক্রীড়া সম্পাদক, প্রান্ত চৌধুরী -সাংস্কৃতিক সম্পাদক, ফখর উদ্দীন- স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, মনির হোসেন পাভেল- আইন ও তথ্য-প্রযুক্তি সম্পাদক, কার্যকরি সদস্য- জাফর ইকবাল ও আহাদ উদ্দীন।
এছাড়া কার্যকরি পরিষদের সহায়ক উনত্রিশ সদস্য বিশিষ্ট নয়টা উপ-পরিষদ গঠন করা হয়। (২০২২-২৪) উপ পরিষদ সমূহের সদস্যরা হলেন শিক্ষা পরিষদের আহবায়ক- রাহি বিন আজাদ, যুগ্ম আহবায়ক- আজিজুল হাকিম, যুগ্ম আহবায়ক- মো. হাসান, সদস্য সচিব- আসিফুল ইসলাম, ক্রীড়া পরিষদের আহবায়ক- অনিক ভৌমিক, যুগ্ম আহবায়ক- নুর উদ্দীন শাকিল, যুগ্ম আহবায়ক- জোবায়ের আলম অপু, সদস্য সচিব- নুরের নবী, যুগ্ম সচিব- সজীব হোসেন, সাংস্কৃতিক পরিষদের আহবায়ক- শাখাওয়াত হোসেন রণি, যুগ্ম আহবায়ক- ছাদিয়া সুলতানা, যুগ্ম আহবায়ক- ফারিয়া মেহজাবিন ফেমী, সদস্য সচিব- শিমুল মজুমদার, স্বাস্থ্য পরিষদের আহবায়ক – আল আমিন, সদস্য সচিব- মো. ইব্রাহীম, পাঠাগার পরিষদের আহবায়ক- মাহমুদুল ইসলাম সোরাইয়েম, যুগ্ম আহবায়ক- মেহেদী হাসান, সদস্য সচিব- মো. ইব্রাহীম, যুগ্ম সচিব- নাহিদুল ইসলাম, সমাজকল্যাণ পরিষদের আহবায়ক- শরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক- নাহিদুল আলম, সদস্য সচিব- আরমান হোসেন, পরিবেশ পরিষদের আহবায়ক- নাঈমুর রহমান সামির- আহবায়ক, সদস্য সচিব- ছায়েম উদ্দীন, যুগ্ম সচিব – নাদির হোসেন রাকিব, দপ্তর পরিষদের আহবায়ক- জহির উদ্দীন, সদস্য সচিব- ইফতেখার উদ্দীন ও আইটি পরিষদের আহবায়ক- শাহ ইফরাত চৌধুরী, সদস্য সচিব- যুবায়েত আলম সাকিব।
সভার শেষ পর্যায়ে নবীন কার্যকরি পরিষদ ও উপ-পরিষদ সমূহের সদস্যদের অভিষেক, দায়িত্ব হস্তান্তর এবং শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবীন দায়িত্বপ্রাপ্ত সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করবেন এমনটাই প্রত্যাশা দুর্বারদের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net