1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সয়াবিনের জন্য হতাশ! খেটে খাওয়া মানুষ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সেপ্টেম্বরে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার টিসিবি’র কার্ডের কথা বলে নারী-পুরুষদের মানববন্ধনে দাঁড় করালেন প্যানেল চেয়ারম্যান, ক্ষিপ্ত এলাকাবাসী মাগুরায় বিনা,র  মাঠ দিবস অনুষ্ঠিত রামগড়ে দুর্গম অন্তুপাড়া স্কুল শিক্ষার্থীদের মাঝে বিজিবির শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ মাগুরায় জামায়াতের নির্বাচনী দ্বায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত সংস্কার ছাড়া নির্বাচনে আরেকটা ফ্যাসিবাদ জন্ম নেবে: গোলাম পরওয়ার আজ থেকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু : প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর আদর্শচ্যুতিতেই গড়ে উঠে আয়নাঘর-টর্চার সেল- মাহমুদুর রহমান সেনাবাহিনী ও টার্কিস এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্মারক সই বৈদেশিক মুদ্রা হিসাবধারীদের জন্য ডেবিট কার্ড চালু করলো ইসলামী ব্যাংক

সয়াবিনের জন্য হতাশ! খেটে খাওয়া মানুষ

মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২২৮ বার

সকাল থেকে গ্রামের সব কয়টি দোকান ঘুরেও পেলাম না একফোটা সয়াবিন তেল। কি! করে সংসার চালাবো! বাজার তো আগুন, দাম বেড়েই চলেছে। একদিন কাজ করে যে টাকা পাই, সংসারের তার দ্বিগুণ খরচ। এ ভাবে চললে আমরা গরিব মানুষ না খেয়ে মারা যাবো।

একথা বলে রাস্তায় হেটে বেরাচ্ছেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের ভূইয়া কান্দা গ্রামের এক দিনমজুর তিনি আরো বলেন,আমরা গরিব মানুষ, মাছ ধরে, কৃষি কাজ করে সংসার চালাই। এমনেতেই আমাদের রাঙ্গাবালীতে এবছর অনেক অভাব,গতবছর থেকেই নদীতে নেই তেমন ইলিশ মাছ, তারপরে তরমুজে অনেকেই লস খাইছে (পরেছে), এখন আবার বৃষ্টিতে ডালসহ রবিশস্যে ব্যাপক ক্ষতি হয়েছে।
কৃষক (জমি মালিকেরা)ই দিশেহারা তাদের কাছেই টাকা নাই। মালিকের কাছে টাকা থাকলে আমাদের কাছে কি ভাবে টাকা থাকবে। আমরা যারা দিনমজুরের কাজ করি ।মহাজনের সাথেই কাজ করি টাকা থাকলে আমাদের কে কাজে লাগায় টাকা না থাকলে কাজ করতে ডাকে না।

উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা যায়,সয়াবিন তেল বিক্র হয় ২১০-২২০ টাকা, পেয়াইচ বিক্র হয় ৫০-৫৫ টাকা , রোসন বিক্র হয় ৭০-৭৫ টাকা, মাংস বিক্র হয় ৬০০ টাকা, তরিতরকারি, ফলমূল, চিনি, লবণ, আটা, বিস্কুট ইত্যাদি দ্রব্যে মূল্য আগের তুলনায় অনেক বেশী বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মেহনতি মানুষ পরেছে মহা দুশ্চিন্তা।
একদিকে অশনির প্রভাব ও বৃষ্টিতে সবজিতে ও ব্যাপক ক্ষতি হয়েছে। সব মিলিয়ে কাঁচাবাজারে লাগামহীন মূল্যে ।নিম্ন আর নিম্ন মধ্যম আয়ের মানুষের জীবন এখন বিপর্যস্ত। সবজি কেনা এখন দুরূহ ব্যাপার। তাই ডাল আর ডিমের ওপরই ভরসা প্রত্যন্ত এলাকার খেটে খাওয়া পরিবারগুলোর।

মৌডুবী বাজারের কিছু খুচরা ব্যবসায়ীরা জানান, মৌডুবী বাজারে পাইকারী দোকান আছে জাকির ব্যাপারী ও মোহোন মোল্লার, আমরা তাদের কাছ থেকে পাইকারী মালামাল কিনে দোকানে খুচরা বিক্রি করি। খোলা সয়াবিন তেল আমাদের কাছ থেকে পাইকারি ১ লিটার রাখে ১০৫ টাকা আমাদের তো লাভ রেখে বিক্র করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net